শহরকে সুরক্ষিত রাখতে লালবাজারের হাতিয়ার AI সিসিটিভি ক্যামেরা, জানতে বিস্তারিত পড়ুন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- শহরকে সুরক্ষিত রাখতে এবার অত্যাধুনিক ক্যামেরা বসাতে চলেছে কলকাতা পুলিশ। ক্যামেরার সংখ্যাটা 300 ৷ তবে, এই সিসিটিভি ক্যামেরা চুরি করা যাবে না। চুরি করলেই যে ব্যক্তি খুলে নিয়ে পালাচ্ছে তার লোকেশন জানতে পারবেন তদন্তকারীরা। এমনকী আঘাত করেও ভাঙা যাবে না এই অত্যাধুনিক ক্যামেরা।

এই ক্যামেরার বিশেষত্ব কী ?

  • বেশ কয়েকটি ফিচারস রয়েছে এই ক্যামেরায় ৷ কী সেগুলি-

শহরের কোনও ফাঁকা রাস্তায় একাধিক মানুষ একসঙ্গে জড়ো হয়ে গেলে লালবাজার কন্ট্রোল রুমে বেজে উঠবে সাইরেন ৷ সেইসঙ্গে ওই এলাকার লোকেশন ভেসে উঠবে মনিটরে ৷

নাম প্রকাশে অনিচ্ছুক কলকাতা পুলিশের আইন-শৃঙ্খলার দায়িত্বে থাকা এক যুগ্ম নগরপাল পদমর্যাদার আধিকারিক বলেন, “মূলত এই সিসিটিভি ক্যামেরা বাইরের দেশের পুলিশ প্রশাসন বর্তমানে ব্যবহার করছে। অপরাধ চিহ্নিতকরণের জন্য আমরাও এই সিসিটিভি ক্যামেরা ব্যবহারের প্রথম পর্যায়ে গিয়েছি।”

আরও পড়ুন:- শরীরে কোলেস্টেরলের মাত্রা বেড়ে গেলে পায়ে এই লক্ষণগুলি দেখা যায়, জেনে নিন

মূলত, এই সিসিটিভি ক্যামেরা কৃত্রিম বুদ্ধিমত্তা বা ‘এআই’ পদ্ধতিতে সম্মৃদ্ধ। জানা গিয়েছে এই সকল সিসিটিভি ক্যামেরায় থাকছে ‘মোশন ডিটেক্টর’ পদ্ধতি। এক্ষেত্রে এই অত্যাধুনিক সিসিটিভি ক্যামেরায় যদি কোনও ব্যক্তি কালো রং করে দেয় বা ক্যামেরাটি কোনওভাবে ভেঙে দেওয়ার চেষ্টা করে অথবা তার কেটে দেওয়ার মাধ্যমে অপরাধ সংগঠিত করার চেষ্টা করে সেক্ষেত্রেও কোনও অসুবিধা হবে না তদন্তকারীদের।

এছাড়াও কোনও যান্ত্রিক ত্রুটির জন্য সিসিটিভি ক্যামেরার ফুটেজ সরাসরি লালবাজারে এসে না-পৌঁছলেও সংশ্লিষ্ট ক্যামেরায় সংরক্ষিত থাকার ব্যবস্থাও রয়েছে। এবিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এক অতিরিক্ত নগরপাল পদমর্যাদার আধিকারিক বলেন, “আমরা মূলত পরীক্ষামূলকভাবে সিসিটিভি ক্যামেরা শহরে বিভিন্ন রাস্তায় ইনস্টলেশনের ব্যবস্থা করছি। পরবর্তী সময়ে রাজ্য পুলিশও এই ক্যামেরা টেকওভার করবে।”

আরও পড়ুন:- কাউন্টার থেকে কেনা ট্রেনের টিকিট অনলাইনেই বাতিল করা যাবে ! জানুন পদ্ধতি

আরও পড়ুন:- ভারতের কোথায় মুসলিম ধর্ম ছাড়ার হিড়িক? কোথায় ইসলামে আস্থা? হাল জানুন

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন