শহরে বেআইনি নির্মাণ ঠেকাতে বড় পদক্ষেপ, বিস্তারিত জানতে পড়ুন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- গার্ডেনরিচের ঘটনার পর থেকেই বেআইনি নির্মাণ প্রসঙ্গে ‘জিরো টলারেন্স’ নীতি নিয়েছে কলকাতার পুরনিগম। এবার জরুরি ভিত্তিতে বেআইনি নির্মাণ ভাঙা, বেআইনি নির্মাণ রুখতে বরোগুলির কার্যকলাপের উপর নজরদারি ও সমস্ত নথি সংগ্রহ করার লক্ষ্যে তৈরি হল কলকাতা কর্পোরেশনের সেন্ট্রাল ডেমোলিশন স্কোয়াড। এই স্কোয়াড বিল্ডিং বিভাগের আওতাধীন হলেও কাজ করবে কেন্দ্রীয়ভাবে ।

বেআইনি নির্মাণ ঠেকাতে সম্প্রতি বিল্ডিং বিভাগে একটি উচ্চপর্যায়ের বৈঠক হয়। সেখানেই এই সেন্ট্রাল স্কোয়াড তৈরির সিদ্ধান্ত হয়েছে। এই সেন্ট্রাল ডেমোলিশন স্কোয়াড কয়েকটি বিশেষ কারণে গঠন করা হয়েছে। তার মধ্যে আছে, অননুমোদিত নির্মাণ ভেঙে ফেলার কাজ সুষ্ঠু ভাবে পরিচালনা করা। অননুমোদিত নির্মাণ তৈরি প্রতিরোধ করতে যথাযথ নজরদারি নিশ্চিত করা। এই ধরনের নির্মাণ ভেঙে ফেলার কাজ করার সময় যে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হয় সেটা মোকাবিলা করাও এই স্কোয়াডের কাজ। কেন্দ্রীয় স্কোয়াডটি বিল্ডিং বিভাগের ডেপুটি চিফ ইঞ্জিনিয়ারের (নর্থ) নজরদারিতে থাকবে। স্কোয়াডের মাথায় থাকবেন একজন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার। পাশাপাশি একজন সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ও সাত জন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারও থাকবেন।

আরও পড়ুন:- স্বামী বিবেকানন্দ স্কলারশিপ টাকা দেওয়া হল। কারা পেল? না পেলে কি করবেন দেখুন

এই সেন্ট্রাল ডেমোলিশন স্কোয়াডের কাজ হল-

  • বিভিন্ন সময় মিউনিসিপাল অথরিটি বা ডিজি বিল্ডিং দ্বারা নির্ধারিত অননুমোদিত নির্মাণ ভাঙার কাজে সহযোগিতা করা।
  • প্রয়োজনে তারা অতিরিক্ত পুলিশ বাহিনীও ডাকতে পারে ।
  • এই দলটি পুর কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজন বুঝে কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন আইনের অধীনে অননুমোদিত নির্মাণগুলির বিরুদ্ধে সরাসরি ব্যবস্থা নেবে ।
  • প্রত্যেকটি বড় বেআইনি নির্মাণের ক্ষেত্রে পুরনিগম কী পদক্ষেপ নিচ্ছে এবং কোথায় বেআইনি নির্মাণ ভাঙার কাজ করছে সেই রেকর্ড তৈরি করবে এই স্কোয়াড ৷ পাশাপাশি তা নথিভুক্ত করে নজরদারি করবেও তারা।
  • সেন্ট্রাল ডেমোলিশন স্কোয়াড সরাসরি বিল্ডিং বিভাগের ডিজিকে রিপোর্ট করবে ।

বছরখানেক আগে গার্ডেনরিচে নির্মীয়মাণ বহুতল ভেঙে পড়ে একাধিক মানুষের মৃত্যু হয়েছিল ৷ তারপর থেকেই কলকাতা কর্পোরেশন বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে বেআইনি নির্মাণ আটকতে। তবু বহুক্ষেত্রেই এখনও বেআইনি নির্মাণ তৈরি হচ্ছে । সাম্প্রতিক সময়ে কর্তৃপক্ষের নজরে এসেছে বেআইনি নির্মাণ ভাঙতে গিয়ে নানা বাধায় মুখে সম্মুখীন হওয়ার বিষয়টিও। এবার এই সমস্ত সমস্যার সমাধানে তৈরি হল স্কোয়াড।

আরও পড়ুন:- দোলপূর্ণিমা ঠিক কখন পড়ছে? জেনে নিন পুজোয় শুভ সময় ও তিথি

আরও পড়ুন:- ১২০টি দেশে ভিসা-হীন এন্ট্রি! কর দিতেও হবে না, কিভাবে মাস্টারস্ট্রোক দিলেন ললিত মোদী ? জেনে নিন

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন