Bangla News Dunia, Pallab : শুক্রবার আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের (Vladimir Putin) সঙ্গে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। টানা তিন ঘণ্টা ধরে বৈঠক চললেও রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো যায়নি। তবে ট্রাম্পের দাবি, আলোচনা অনেকটাই সফল হয়েছে। পুতিনের সঙ্গে বৈঠক সেরে ওয়াশিংটনে ফেরার পথেই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির (Volodymyr Zelenskyy) সঙ্গে ফোনে কথা বলেন ট্রাম্প। জেলেনস্কির পাশাপাশি অন্যান্য ইউরোপীয় নেতাদের সঙ্গেও কথা বলেও তিনি। এরপরই সূত্রের খবর, ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসবেন জেলেনস্কিও। আগামী সোমবারই ওয়াশিংটনে (Washington) যাওয়ার কথা রয়েছে তাঁর।
আরও পড়ুন : প্রথম চাকরিতে ঢুকলেই মিলবে ১৫ হাজার টাকা, বড় ঘোষণা প্রধানমন্ত্রীর
একটি সংক্ষিপ্ত বিবৃতিতে জেলেনস্কি জানিয়েছেন, ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে আগামী সোমবার ওয়াশিংটনে যাবেন তিনি। ফেব্রুয়ারিতে ওভাল অফিসে মুখোমুখি হওয়ার পর চলতি বছরে এটি দ্বিতীয় বৈঠক হতে চলেছে দুই রাষ্ট্রনেতার। ট্রাম্পের সঙ্গে ফোনালাপের পর জেলেনস্কি জানিয়েছেন, ট্রাম্পের সঙ্গে তাঁর ‘দীর্ঘ এবং বাস্তবসম্মত’ কথোপকথন হয়েছে। তিনি ইউক্রেন, রাশিয়া এবং আমেরিকার মধ্যে বৈঠক নিয়ে ট্রাম্পের প্রস্তাবকেও সমর্থন করেছেন।
জেলেনস্কি এক্স হ্যান্ডেলের একটি পোস্টে লিখেছেন, ‘দ্রুত শান্তি ফেরাতে কাজ করার লক্ষ্যে ইউক্রেন সবসময় প্রস্তুত। পরিস্থিতি উন্নতির জন্য আমেরিকার মতো শক্তির প্রভাব থাকা এখানে গুরুত্বপূর্ণ। মার্কিন প্রেসিডেন্ট এবং রুশ প্রেসিডেন্টের সঙ্গে ত্রিপাক্ষিক বৈঠকে বসতেও আমি রাজি।’
উল্লেখ্য, দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর থেকেই রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধ থামাতে উদ্যোগী হয়েছেন ট্রাম্প। শুক্রবার আলাস্কায় প্রায় পাঁচ বছর বাদে ট্রাম্প ও পুতিন মুখোমুখি হন। বৈঠক শেষে ট্রাম্পের দাবি, বৈঠক ফলপ্রসূ হয়েছে। ইউক্রেনে শান্তি স্থাপনের বিষয়ে কোনও সিদ্ধান্ত না নেওয়া হলেও খুব শীঘ্রই সেই সমাধান হবে বলেও আশাবাদী ট্রাম্প। এরই মাঝে জেলেনস্কির ওয়াশিংটনে যাওয়ার কথা প্রকাশ্যে এল। এবার ট্রাম্পের সঙ্গে তাঁর বৈঠক কতটা ফলপ্রসূ হয় সেটাই দেখার।
আরও পড়ুন : সব জল্পনার অবসান ! বাংলায় হচ্ছে SIR