শাহি স্নান নিয়ে উদ্বেগ, কুম্ভে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোয় মামলার মুখে ১৪০ সোশাল মিডিয়া অ্যাকাউন্ট

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab : প্রয়াগরাজে কুম্ভমেলা নিয়ে ভুয়ো ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগে ১৪০টি সমাজমাধ্যম হ্যান্ডেলের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে উত্তরপ্রদেশে। গত ১৩ জানুয়ারি শুরুর পর থেকে বিভিন্ন কারণে বিতর্কে জড়িয়েছে কুম্ভমেলার ব্যবস্থাপনা। কখনও পদপিষ্টের জেরে পুণ্যার্থীদের মৃত্যু, কখনও অগ্নিকাণ্ড- বিরোধীদের তোপের মুখে পড়েছে উত্তরপ্রদেশের বিজেপি সরকার। উত্তরপ্রদেশ বিধানসভাতেও এ নিয়ে তীব্র বাদানুবাদ হয়েছে। জবাব দিতে হয়েছে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে।

আরো পড়ুন : UPI লেনদেনে বড় পরিবর্তন ! না জানলে পড়বেন বিপদে

এই পরিস্থিতিতে উত্তরপ্রদেশ পুলিশের ডিআইজি বৈভব কৃষ্ণ জানান, বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগে ১৪০টি সমাজমাধ্যম হ্যান্ডেলের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। সব মিলিয়ে দায়ের হয়েছে ১৩টি এফআইআর। ডিআইজির বক্তব্য, ‘মিথ্যা তথ্য’ ছড়ানোর চেষ্টা হলেও কুম্ভমেলা ব্যাপকভাবে সফল হয়েছে। তবে কোন বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগে এই পদক্ষেপ, তা পরিষ্কার করে বলেনি পুলিশ।

আরও পড়ুন : 50,000 বেকারকে ট্রেনিং দিচ্ছে মমতা সরকার, সঙ্গে পেতে পারেন মোটা আর্থিক সাহায্যও

এর আগে ট্রেনে আগুন ধরার দাবি সহ কিছু ভুয়ো তথ্য ছড়ানোর অভিযোগে ৩৪টি সমাজমাধ্যম হ্যান্ডেলের বিরুদ্ধে পদক্ষেপ করে পুলিশ। কুম্ভগামী একটি ট্রেনে ১৪ ফেব্রুয়ারি আগুন ধরে যায় বলে সমাজমাধ্যমে ভুয়ো তথ্য ছড়ানো হয়েছিল বলে অভিযোগ। পরে পুলিশ তদন্ত করে জানতে পারে, ওই ঘটনাটি ২০২২ সালে বাংলাদেশের ঢাকা এবং সিলেট সংযোগকারী লাইনের একটি ট্রেনের।

২৬ ফেব্রুয়ারি শেষ হচ্ছে কুম্ভমেলা। ওইদিন শিবরাত্রির ‘শাহি স্নান’ রয়েছে কুম্ভে। তাই প্রচুর পুণ্যার্থীর ভিড় হওয়ার সম্ভাবনা রয়েছে। কুম্ভের ব্যবস্থাপনার দিক থেকে উত্তরপ্রদেশ সরকারের কাছে আরও একটি পরীক্ষার দিন। ইতিমধ্যে কুম্ভে এবারের মতো না আসার জন্য পুণ্যার্থীদের নিষেধ করা হয়েছে স্থানীয় বাসিন্দাদের তরফে। এক বাসিন্দা সমাজমাধ্যমে কাতর অনুনয় করে লিখেছেন, ‘দয়া করে আর কেউ আসবেন না, শহর ভেঙে পড়েছে!’ তবু উদ্বেগ কমছে না প্রশাসনের।

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন