Bangla News Dunia, বাপ্পাদিত্য:- ছাত্রছাত্রীদের জন্য নতুন সরকারি স্কলারশিপের (Govt Scholarship) হদিশ। আপনি যদি একজন শিক্ষার্থী হন, বা আপনার সন্তান যদি পড়াশোনা করে থাকেন তাহলে এই প্রতিবেদন আপনার জন্য। একটি বিশেষ কেন্দ্রীয় সরকারি স্কলারশিপ সম্পর্কে আলোচনা করা হয়েছে এই প্রতিবেদনে। ছাত্রছাত্রীরা আর্থিক সাহায্য হিসেবে ২৫,০০০ টাকা পাবেন এই বৃত্তি প্রকল্প থেকে।
Central Govt Scholarship Scheme
ভারত সরকার (Central Government) ছাত্র-ছাত্রীদের জন্য বেশ কিছু বৃত্তি প্রকল্প চালু করেছে। মেধাবী ছাত্র-ছাত্রীদের তাঁদের জীবনে এগিয়ে যাওয়ার জন্য এই বৃত্তিগুলি বিশেষ ভাবে সাহায্য করে। উচ্চশিক্ষার স্বপ্ন দেখেন অনেক মেধাবী ছাত্র-ছাত্রীরা কিন্তু তাঁদের অগ্রগতির পথে বাধা হয়ে দাঁড়ায় আর্থিক প্রতিবন্ধকতা। আর তাই সরকার সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে পড়ুয়াদের দিকে। এই বিশেষ স্কলারশিপগুলির মাধ্যমে।
কাদের জন্য এই স্কলারশিপ?
আজকে আমরা আলোচনা করছি একটি সরকারি স্কলারশিপ সম্পর্কে। যে স্কলারশিপ চালু করেছে ভারত সরকার। এই স্কলারশিপটি মূলত কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় দ্বারা পরিচালিত। এই বৃত্তির সুবিধা পাবেন বিড়ি, চুনাপাথর, ডলোমাইট খনি শ্রমিক এবং সিনেমা শ্রমিকদের সন্তানেরা।
আরও পড়ুন:- আম আর দুধ একসঙ্গে খেলে শরীরের জন্য ক্ষতিকর? রয়েছে একাধিক গুরুত্বপূর্ণ কারণ
এই স্কলারশিপের আর্থিক সাহায্যের পরিমাণ
এই স্কলারশিপে শিক্ষার্থীদের আর্থিক সাহায্য করা হয়। প্রথম শ্রেণি থেকে পেশাগত কোর্স পর্যন্ত যারা পড়াশোনা করছেন, এমন শিক্ষার্থীরা স্কলারশিপের সহায়তা পাবেন। আপনারা চলতি বছর ২০২৫-২৬ অর্থবর্ষে ১০০০/- টাকা থেকে ২৫,০০০/- টাকার শিক্ষাবৃত্তি পাবেন। আর বৃত্তির সাহায্য পেতে নিজ আবেদন অনলাইনে জমা করুন। স্কলারশিপে আবেদন জানানোর যোগ্যতা
- আবেদনরত ছাত্রছাত্রীকে ভারতে বসবাসকারী বিড়ি, চুনাপাথর, ডলোমাইট, অথবা খনি শ্রমিক বা সিনেমা শ্রমিকদের সন্তান হতে হবে।
- শিক্ষার্থীকে প্রথম শ্রেণী থেকে পেশাগত কোর্সে পাঠরত হতে হবে।
- শিক্ষার্থীর একটি সঞ্চয়ী ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে যেটি সংযুক্ত জাতীয়করণকৃত ব্যাংক এর কেন্দ্রীয় ব্যাংক ব্যবস্থার মাধ্যমে।
- উক্ত আবেদনকারীদের সঞ্চয়ী অ্যাকাউন্টের সঙ্গে তাঁর আধার নম্বর সংযুক্ত থাকতে হবে। এছাড়াও কিছু নির্দিষ্ট যোগ্যতা আছে আপনি অফিসিয়াল সাইটে দেখে নিতে পারেন।
স্কলারশিপে আবেদন জানাবেন কিভাবে?
স্কলারশিপে আবেদন জানানোর জন্যে শিক্ষার্থীরা ভিজিট করুন (https://scholarships.gov.in) এই জাতীয় শিক্ষাবৃত্তি ওয়েবসাইটে। এবার এখান থেকে এককালীন নিবন্ধন (OTR)-র মাধ্যমে নিজ আবেদনপত্র ফিল আপ করে জমা দিতে পারবেন। আবেদন জানানোর তারিখ
এই স্কলারশিপে আগ্রহী শিক্ষার্থীরা যারা প্রথম শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত পড়ছিলেন তাঁদের আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ হল ৩১ আগস্ট, ২০২৫। এছাড়া, উচ্চশিক্ষার শিক্ষার্থীদের আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ হল ৩১ অক্টোবর, ২০২৫। এর মধ্যে আপনি নিজ আবেদন জমা করতে পারবেন।
উপসংহার
আজকের প্রতিবেদনে একটি কেন্দ্রীয় স্কলারশিপ সম্পর্কে আলোচনা করা হল। আর তার যোগ্যতা ও আবেদন পদ্ধতি নিয়ে প্রয়োজনীয় তথ্য তুলে ধরা হল। বাকি ডিটেলস জানতে অবশ্যই ফলো করুন অফিসিয়াল ওয়েবসাইট। আর নির্ধারিত সময়ের মধ্যে নিজের আবেদনপত্র জমা করুন।
আরও পড়ুন:- গাছপাকা নাকি কার্বাইড- ফরমালিন মেশানো? খাঁটি আম চেনার এই টিপস জানা থাকলে আর ঠকবেন না












