শিক্ষা পোর্টালে দুর্নীতি রোধে নয়া ব্যবস্থা বাংলার, জানতে বিস্তারিত পড়ুন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- ট্যাব কাণ্ড থেকে শিক্ষা নিল বিকাশ ভবন । নিরাপত্তা বৃদ্ধি করা হল বাংলার শিক্ষা পোর্টালে । চলতি মাসেই বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে নতুন নিয়মের কথা ।

এখন থেকে শুধুমাত্র আইডি-পাসওয়ার্ড দিয়ে লগ ইন করা যাবে না । প্রয়োজন পড়বে ওটিপি-ও । এপ্রিলে এই নিয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে । যাতে বলা হয়েছে, যে কেউ চাইলে বাংলার শিক্ষার পোর্টালে ইচ্ছেমতো লগ ইন করতে পারবে না । তার জন্য প্রয়োজন হবে ওটিপি । যা আসবে একমাত্র স্কুলের প্রধান শিক্ষকের কাছে । সেটা দেওয়ার পর তবেই ‘তরুণের স্বপ্ন’ থেকে ‘কন্যাশ্রী’— যে কোন‌ও সরকারি প্রকল্পের পোর্টালে ঢুকতে পারবেন স্কুল কর্তৃপক্ষ ।

নয়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, লগ ইন করার সময় সংশ্লিষ্ট মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে । সেই ওটিপি আসবে প্রধান শিক্ষকদের কাছে । ফলে এখন থেকে কোনও সরকারি প্রকল্পের টাকায় তছরূপ কিংবা দুর্নীতির অভিযোগ উঠলে দায় এড়াতে পারবেন না প্রধান শিক্ষকরা । ইতিমধ্যেই সমস্ত জেলার পরিদর্শকদের কাছে পাঠানো হয়েছে । নয়া এই ব্যবস্থা চালু করার জন্য চলতি মাসের কিছু তারিখে সংশ্লিষ্ট সার্কেল অফিসে এ বিষয়ে যাবতীয় তথ্য পাঠাতে হবে । যার মধ্যে একটি দিন পেরিয়ে গেলেও এখনও 2 দিন সময় আছে । সেগুলি হল 20 ও 25 এপ্রিল ।

জানা গিয়েছে, তথ্য হিসেবে পাঠাতে হবে প্রধান শিক্ষকের নাম, ফোন নম্বর এবং আধার নম্বর । তারপর কৃত্রিম বুদ্ধিমত্তা, অর্থাৎ এআই প্রযুক্তির সাহায্যে এই নাম নথিভুক্তকরণ এবং পাসওয়ার্ড তৈরির কাজ করা হবে । সব শেষে জেলা স্কুল পরিদর্শক অনুমতি দিলে চালু হয়ে যাবে লগ ইনের নতুন পদ্ধতি ।

এই বিষয়ে শিক্ষক সংগঠন শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক কিংকর অধিকারী বলেন, “ট্যাব-কাণ্ড নিয়ে দুর্নীতি প্রকাশ্যে আসার পর এই উদ্যোগকে আমরা স্বাগত জানাচ্ছি । তবে সেই দুর্নীতিতে সর্ষের মধ্যেই ভূত লুকিয়ে রয়েছে কি না, তারও যথাযথ তদন্ত হওয়া দরকার ।”

আরও পড়ুন:- 26/11 মুম্বই হামলার পেছনে তাহাউর রানার গোপন ভূমিকা কী ছিল? সামনে এলো বিস্ফোরক তথ্য

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন