Bangla News Dunia, বাপ্পাদিত্য:- শিয়ালদা স্টেশনে রেলযাত্রীদের জন্য আবার ফিরে এল ‘জন আহার’, যা সাধারণত ‘জনতা মিল’ নামেই পরিচিত। মাত্র ১৫ টাকায় মিলছে গরম সাতটা কচুরি, ১৫০ গ্রাম আলু-সব্জি ও অল্প আচার—এ যেন পেট ভরার সঙ্গে সঙ্গে মন ভরানোর ব্যবস্থাও।
রেল সূত্রের খবর অনুযায়ী, প্রতিদিন গড়ে ১৫ থেকে ১৮ লক্ষ যাত্রী যাতায়াত করেন শিয়ালদা স্টেশন দিয়ে। তাঁদের অনেকেই আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া শ্রেণির। তাই তাঁদের সুবিধার্থে এই জনতা ক্যান্টিন আবার চালু করল রেল কর্তৃপক্ষ। শিয়ালদা স্টেশনের মেন সেকশন থেকে সাউথ সেকশনের দিকে যাওয়ার পথেই তৈরি হয়েছে এই ক্যান্টিন, যার প্রথম দিন থেকেই উপচে পড়ছে ভিড়।
রেলের এক কর্তা জানিয়েছেন, “কচুরি এমন এক পদ যা বাঙালি-অবাঙালি নির্বিশেষে প্রায় সকলেরই পছন্দ। সস্তায় পুষ্টিকর ও সুস্বাদু খাবার দিতে কচুরি-সব্জিকেই বেছে নেওয়া হয়েছে।” যাত্রীদের অনেকে বলছেন, যেখানে বাজারে একটি হালকা টিফিনেও ৩০ টাকা লাগে, সেখানে ১৫ টাকায় এতটা খাবার এক কথায় দুর্লভ।
পূর্বে শিয়ালদা ও হাওড়া স্টেশনে এই ‘জন আহার’ প্রকল্প চালু হলেও পরে খাবারের গুণমান নিয়ে অভিযোগের কারণে তা বন্ধ করে দেওয়া হয়। এবার সেই পুরনো অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে রেল কর্তৃপক্ষ জানিয়েছেন, খাবারের গুণমানের উপর নিয়মিত নজরদারি চালানো হবে। এছাড়া, নিরামিষ ও আমিষ ভোজনের জন্য আলাদা বাসন ব্যবস্থাও রাখা হয়েছে, যাতে ভিন্ন ধর্ম বা খাদ্যাভ্যাস মেনে যাত্রীরা স্বাচ্ছন্দ্যে খেতে পারেন।
এই নতুন উদ্যোগ রেলযাত্রীদের কাছে যেমন স্বস্তির, তেমনি এই জনমুখী চিন্তা ফের একবার রেলকে যাত্রীবান্ধব করে তুলেছে। এখন দেখার, এই বারেও কী টিকে থাকবে ‘জনতা মিল’-এর স্বাদ ও মান।
আরও পড়ুন:- মাত্র ৫ হাজার টাকায় কলকাতা থেকে ৭টি দুর্দান্ত ট্রিপ, জানতে বিস্তারিত পড়ুন
আরও পড়ুন:- নববর্ষে খুশির খবর! রোজভ্যালির টাকা ফেরত পেতে চলেছেন ৭.৫ লক্ষ মানুষ