শিশুদেরও ব্যাঙ্ক অ্যাকাউন্ট-ATM কার্ড-চেকবুক, কী কী সুবিধা পাবে শিশুরা ? জেনে নিন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- নতুন যুগে পা দিল ভারতের আর্থিক শিক্ষার ক্ষেত্র। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) ঘোষণা করল, এখন থেকে ১০ বছর বা তার বেশি বয়স হলেই ছোটরা নিজেদের নামে সেভিংস বা টার্ম ডিপোজিট অ্যাকাউন্ট খুলতে ও নিজেরাই তা পরিচালনা করতে পারবে। সোমবার প্রকাশিত এক নির্দেশিকায় জানানো হয়েছে, এই নতুন নিয়ম দেশের সমস্ত বাণিজ্যিক ব্যাঙ্ক ও কো-অপারেটিভ ব্যাঙ্কে প্রযোজ্য হবে।

নতুন নিয়মে কী কী সুবিধা?
RBI জানিয়েছে, ‘যে কোনও বয়সের অপ্রাপ্তবয়স্ক শিশুই তার আইনি অভিভাবকের মাধ্যমে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে পারবে। তবে ১০ বছর পূর্ণ হলে, তারা নিজেরাই অ্যাকাউন্ট চালাতে পারবে।’ এর পাশাপাশি, ব্যাঙ্কগুলিকে নিজেদের রিস্ক-নীতি অনুযায়ী অ্যাকাউন্টের সীমা, শর্ত ইত্যাদি নির্ধারণের স্বাধীনতা দেওয়া হয়েছে।

ইন্টারনেট ব্যাঙ্কিং, চেকবুকও পেতে পারে শিশুরা!
ব্যাঙ্ক চাইলে, ১০ বছরের বেশি বয়সি শিশুদের ইন্টারনেট ব্যাঙ্কিং, চেকবুক, এটিএম কার্ডের সুবিধাও দিতে পারবে। তবে এই পরিষেবা দেওয়ার আগে ব্যাঙ্ককে নিজের ঝুঁকি পর্যালোচনা করতে হবে এবং নিশ্চিত হতে হবে যে ওই শিশু এই সুবিধা ব্যবহারে সক্ষম।

আরও পড়ুন:- পশ্চিমবঙ্গের প্রশাসনকে সেকেন্ডের মধ্যে…, কোন হুঁশিয়ারি দিলেন মোদির মন্ত্রী ?

কোনও ওভারড্রাফট নয়
RBI এক্ষেত্রে সাফ জানিয়েছে, শিশুর নামে থাকা কোনও অ্যাকাউন্টেই ওভারড্রাফট অনুমোদনযোগ্য নয়। অর্থাৎ অ্যাকাউন্টে সবসময় পজিটিভ ব্যালান্স থাকতে হবে। অভিভাবক পরিচালিত হোক বা নিজের হাতে – নিয়ম এক।

১৮ বছর বয়সে অ্যাকাউন্টে নতুন নিয়ম
শিশু যখন ১৮ বছরে পা দেবে, তখন ব্যাঙ্ককে নতুন কেওয়াইসি ও সিগনেচার নিতে হবে। যদি সেই অ্যাকাউন্ট আগে অভিভাবক চালিয়ে থাকেন, তবে রেকর্ড হস্তান্তরের আগে ব্যাঙ্ককে সমস্ত তথ্য নিশ্চিত করতে হবে এবং গ্রাহককে আগাম জানাতে হবে।

২০২৫ সালের ১ জুলাইয়ের মধ্যে কার্যকর হবে নির্দেশ
আরবিআই জানিয়েছে, এই নতুন নির্দেশ ২০১৬ সালের মাস্টার ডিরেকশনের আওতায় কার্যকর হবে এবং সব ব্যাঙ্ককে আগামী ১ জুলাই ২০২৫-এর মধ্যে নিজেদের অভ্যন্তরীণ নীতি তৈরি করে তা বাস্তবায়ন করতে হবে।

এই সিদ্ধান্তে ছোটদের আর্থিক সচেতনতা যেমন বাড়বে, তেমনি ভবিষ্যতের দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার পথে এটি এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলেই মনে করছেন অর্থনৈতিক বিশ্লেষকরা।

আরও পড়ুন:- প্রায় দিনই মাথা যন্ত্রণা করছে, শরীরে কিছু বিপজ্জনক রোগ পাকছে? জানুন জরুরি তথ্য

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন