Bangla News Dunia, Pallab : শীঘ্রই অবসর নিতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)! কেন? কী এমন হল? যার জন্য এমন খবর প্রকাশ্যে এল? না প্রধানমন্ত্রী কিংবা তাঁর ঘনিষ্ঠ মহল সূত্রে একথা বলা হয়নি। সোমবার এই উক্তি করেছেন উদ্ধব ঠাকরে পন্থী শিবসেনা নেতা তথা এমপি সঞ্জয় রাউত (Sanjay Raut)। সঙ্গে শিবসেনা নেতার আরও বলেন, মহারাষ্ট্র থেকে পরবর্তী প্রধানমন্ত্রী পাবেন গোটা দেশবাসী।
আরও পড়ুন : এপ্রিল মাসে বদলে যাচ্ছে ব্যাংকের এই নিয়মগুলি, না জানলে পড়তে হতে পারে বিপদে
এদিন সঞ্জয় রাউত বলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উত্তরসুরী কে হবেন, তা ঠিক করবে আরএসএস। এবার দেশের প্রধানমন্ত্রী হবেন মহারাষ্ট্র থেকে। সে কারণেই নাগপুরে (Nagpur) সঙ্ঘের কার্যালয়ে একপ্রস্থ আলোচনা হয়েছে।’ তাঁর এই মন্তব্যের সপক্ষে যুক্তি দিয়ে শিবসেনা নেতা আরও বলেন, ‘আরএসএসের অফিসে প্রধানমন্ত্রী এসেছিলেন তাঁর অবসরের কথা জানাতে। আমার কাছে যত দূর খবর আছে, আমিটা যতটা জানি, ১০-১১ বছরের মধ্যে প্রধানমন্ত্রী মোদি কখনও আরএসএস সদর দপ্তরে আসেননি। আসলে সঙ্ঘ চাইছে, বিজেপি নেতৃত্বে বদল আনতে। প্রধানমন্ত্রী মোদি তাই এখন ছেড়ে যাচ্ছেন।’
সঞ্জয় রাউতের এই মন্তব্যে ঝড় উঠেছে রাজনৈতিক মহলে। অন্যদিকে, শিবসেনা নেতার এই কথায় সায় দিয়েছেন এক কংগ্রেস (Congress) নেতা। তিনি বলেন, ‘আমি সঞ্জয়ের সঙ্গে একমত। বিজেপির গঠনতন্ত্র অনুযায়ী ৭৫ বছর বয়স হলেই তাঁকে অবসর নিতে হয়। প্রধানমন্ত্রীর বয়স হয়েছে। তাঁকেও সঙ্ঘের নিয়ম মেনে চলতে হবে।’