শীঘ্রই আগত রেলের বিভিন্ন পরীক্ষার সিলেবাস , চাকরি পেতে হলে অবশ্যই পড়ুন

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- শীঘ্রই আগত রেলের বিভিন্ন পরীক্ষার সিলেবাস। আগামী ১৫ই ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে বহু প্রতীক্ষিত রেলের পরীক্ষা। প্রথমে এনটিপিসি তারপর মিনিস্ট্রিয়াল ক্যাটাগরি ও লেবেল-১ । এই সব পরীক্ষা পাস চাই সঠিক প্রিপারেশন। তার জন্য জানতে হবে সিলেবাস। চাকরি পেতে চাইলে অবশ্যই পড়ুন।

এনটিপিসির ক্ষেত্রে প্রথমে ১০০ নম্বরের প্রিলি তারপর মেইন ও কম্পিউটার টেস্ট হবে। মাধ্যমিক যোগ্যতার লেবেল-১র ক্ষেত্রে প্রথমে ১০০ নম্বরের পরীক্ষা তারপর শারীরিক পরীক্ষা। পাস করলে চাকরি পাকা।

এক নজরে দেখুন প্রিলির কমন সিলেবাস—

চারটে বিষয়ে রেলের পরীক্ষার জন্য পড়তে যথা —
1. সাধারণ বিঞ্জান (২৫)
2.অঙ্ক (২৫)
3. সাম্প্ৰতিক ঘটনা ও সাধারণ জিকে (২০)
4. জি.আই ও রিজনিং(৩০)

Train long rute

সাধারণ বিঞ্জান—–
১. মানবজীবনের সাথে জড়িত এমন বিষয়, যথা- পুষ্টি, ভিটামিন, রক্ত, বিভিন্ন রোগ, রোগ সনাক্তকরণে পরীক্ষা,  মানবদেহ, কোষ, বিভিন্ন রস ও উতসেচক।
২. আলো, শব্দ, বল, অ্যাসিড, আলো এবং শব্দ খুব গুরুত্বপূর্ণ।
৩. পরিবেশ, পরিবেশ সংক্রান্ত বিভিন্ন বিদ্যা ও বিদ্যার জনক।

অঙ্ক-র বিষয় গুলি — বিভিন্ন মাননির্ণয়, বৃহত্তম ও ক্ষুদ্ৰতম, গতি ও সময়, নৌকা ও স্রোত, সময় ও কার্য, শতকরা, অনুপাত, ল.সা.গু ও গ.সা.গু, লাভ ও ক্ষতি, ঘড়ি, সোজা ভাষায় বলতে গেলে সাধারণ পাটিগণিত, পরিমিতি সাধারণ, ত্রিকোনমিতি ।

সাম্প্ৰতিক ঘটনা— কেন্দ্র , রাজ্য রাজনীতি থেকে বিভিন্ন পুরস্কার। খেলা তার সম্পর্কিত বিষয়। বর্ষ ও দিবস, আন্তৰ্জাতিক সন্মেলন।

ভারত ও বিশ্বে ঘটে যাওয়া নান ঘটনা।

জি.আই ও রিজনিং- —

সম্পৰ্ক নির্নয়, শূন্যস্হান পূরণ, পরবর্তী সংখ্যা, জ্যামেতিক চিত্রের মান(লুডোর ছক্কা, ত্রিভুজ, চতুভূর্জ,প্রভৃতি), লজিক সংযোগ, মান ও দিক নির্নয়, আলাদা শব্দ, কোড

ভালো করে পড়ুন , একটি পোস্ট আপনার জন্য অপেক্ষা করছে।

Highlights

1. শীঘ্রই আগত রেলের বিভিন্ন পরীক্ষার সিলেবাস

2. একটি পোস্ট আপনার জন্য অপেক্ষা করছে

#RRB #RRC #NTPC #Level-1

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন