Bangla News Dunia, Pallab : সবকিছু ঠিকঠাক থাকলে চলতি মাসের শেষের দিকে রাজ্যে আসতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ দলীয় সূত্রে এমনটাই জানা গিয়েছে ৷ 2026 সালে বিধানসভা নির্বাচন ৷ তার আগে বিজেপির অন্যতম শীর্ষ নেতার এই সফর তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল ৷
আরও পড়ুন : গরমে সুস্থ থাকতে কোন সুপারফুড খাবেন ও কি এড়াবেন? জানতে বিস্তারিত পড়ুন
ইতিমধ্যে মণ্ডল সভাপতিদের নাম ঘোষণা হয়েছে ৷ শুক্রবার, নব-নির্বাচিত 25 জন জেলা সভাপতিদের নামও ঘোষণা হয়েছে ৷ সূত্রের খবর, আগামী সপ্তাহের মধ্যে নয়া রাজ্য বিজেপির নয়া সভাপতির নামও জানা যাবে ৷ দলীয় সূত্রে খবর, 26 মার্চ বা তার দু’দিন পর বাংলায় পা রাখার সম্ভাবনা রয়েছে শাহের ৷
আরো পড়ুন : ফিক্সড ডিপোজিট নাকি প্রভিডেন্ট ফান্ড? কোথায় বিনিয়োগ করলে মোটা টাকা সুদ পাবেন, জানুন
সম্প্রতি একটি অনুষ্ঠানে রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী ডঃ সুকান্ত মজুমদারও তেমন ইঙ্গিত দিয়েছিলেন ৷ তিনিও জানিয়েছিলেন, মার্চে বঙ্গে আসবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ৷ তবে তিনি কোন তারিখে, কতদিনের সফরে আসছেন সেই বিষয়ে নিশ্চিত করে কিছু এখনও জানা যায়নি ৷