শীতকালীন অধিবেশন শুরুর আগে মোদীর খোঁচা,‘সংসদ নাটকের জায়গা নয়’

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

শীতকালীন অধিবেশন শুরুর আগে বিরোধীদের উদ্দেশে সরাসরি বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রতিবারের মতো এ দিনও মোদী সাংবাদিকদের কোনও প্রশ্ন নেননি। শুধু নিজের বক্তব্যই তুলে ধরেন।

এদিন সাংবাদিকদের সামনে প্রধানমন্ত্রী মোদী বলেন, সংসদে আলোচনা ও কাজই মুখ্য, অযথা নাটক করার জায়গা এটি নয়। তাঁর কথায়, “নাটক করার অনেক জায়গা আছে। বরং গঠনমূলক এবং ফলাফল-ভিত্তিক বিতর্কের মঞ্চে পরিণত হওয়া উচিত।

বিরোধীরা সংসদকে নিজেদের হতাশা প্রকাশের জন্য ব্যবহার করছেন বলে কটাক্ষ করেন মোদী। এছাড়া বিহার নির্বাচনের ফল নিয়েও কথা বলেন মোদী।

মোদীর মন্তব্যের পাল্টা জবাব দেন কংগ্রেস সাংসদ সাংসদ প্রিয়ঙ্কা গান্ধী বঢরা। তিনি বলেন, দূষণ বা এসআইআর–এর মতো জরুরি বিষয় নিয়ে কথা বলতে চাওয়াকে নাটক বলা নয়, তা আলোচনা করা উচিত এমন‌ই মন্তব্য করেন।

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন