Bangla News Dunia , জ্যোতিষ ভারতী শ্রী নীলাদ্রি মিশ্র :- শীত এলে জীবনযাপন প্রণালী পাল্টে যেতে শুরু করে আমাদের। আমরা নানান পরিবর্তন করে থাকি। এই পরিবর্তন যাতে বাস্তু শাস্ত্রের উপযোগী হয় সেটায় লক্ষ্য রাখা উচিত। না-হলে বাস্তু দোষ দেখা দিতে পারে। বাস্তু দোষ বিভিন্ন সমস্যার জন্ম দিতে পারে। শীতকালে কোন ভুলগুলি করবেন না, জেনে নিন —
এসেছে হিমের পরশ। স্বাভাবিক ভাবেই লেপ, শাল, সোয়েটার ইত্যাদি গরম পোশাকে রোদ দেখানোর পালা শুরু হয়েছে। বাস্তু শাস্ত্র মতে আমরা শীতকালে এমন কিছু ভুল করে ফেলি, যা সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। কোন ভুলের কথা বলা হচ্ছে জেনে নিন —-
আরো পড়ুন :- জ্যোতিষ শাস্ত্র মতে, বাস্তু দোষ দূর করতে এই টোটকা গুলি পালন করুন
১. বাস্তু অনুযায়ী সূর্য ইতিবাচক শক্তির প্রতীক। তাই শীতকালে কনকনে হাওয়ার হাত থেকে বাঁচতে জানালায় কখনও বেশি মোটা পর্দা লাগাবেন না। জানালার কাঁচ থেকে আলো আসতে দিন।
২. শীতকালে বিছানার চাদর, সোফা কভার বা পর্দার রঙ নিয়েও সতর্ক থাকুন। শীতকালে লাল বা গোলাপী রঙের পর্দা টাঙান। এর ফলে পরিবারের সদস্য ও আত্মীয়দের মধ্যে সম্পর্ক সবসময় ভালো থাকে।
৩. রান্নাঘরে এমন খাবার রাখুন, যা শরীর গরম রাখে। ড্রাইফ্রুট, লাড্ডু বা অন্য কোনও খাবারও রাখতে পারেন। ছোলা ও গুড়ের মতো খাদ্যবস্তু রাখতে পারেন, যা শরীর গরম করে।
৪. শীতকালে বাড়িতে সাদা রঙের লাইটের পরিবর্তে হলুদ রঙের আলো ব্যবহার করুন। এই রঙটিকে উষ্ণ রঙ মনে করা হয়। বাড়ির অন্ধকার অংশ গুলিতে এই রঙ ব্যবহার করতে ভুলবেন না।
৫. শীতকালে অনেকে বাড়িতে হিটার লাগিয়ে থাকে। বাস্তু মতে হিটার সবসময় অগ্নিকোণ বা বায়ব্য কোণে রাখা উচিত। অন্য দিকে রাখলে বাস্তু দোষ উৎপন্ন হতে পারে।
আরো পড়ুন :- স্বামী-স্ত্রীর মধ্যে মতের অমিল হচ্ছে ? এই সহজ নিয়ম পালনে দাম্পত্য সম্পর্কের উন্নতি হবে
আরো পড়ুন :- কোন দিকে মাথা রেখে ঘুমানো শুভ ? দেখুন সঠিক বাস্তু টিপস
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
————————————————————————
জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র
বাস্তু , বিবাহ , ব্যবসা , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , চাকরি , প্রেম , কালসর্প দোষ , গ্রহণ দোষ , শনির সাড়েসাতি যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন।
চেম্বার – কোলকাতা , ব্যারাকপুর , খড়গপুর , হলদিয়া , মহিষাদল , ডেবরা , মেদিনীপুর
ফোন – 7384311482 , 7908533644 , 9933929211 , 6291733349 ( অনলাইন এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয়)