শীতের ছুটিতে বেড়াতে যাবেন ? দেখুন রাশি অনুযায়ী উপযুক্ত স্থান (অন্তিম পর্ব)

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পন্ডিত শ্রী সুশান্ত শাস্ত্রী :- শীত শুরু হবে আর কিছুদিনের মধ্যেই। শীতকালে বছর শেষ হওয়ার এই সময় কোথাও বেড়াতে যাওয়ার জন্য আমাদের প্রায় সবারই মন একটু উড়ু উড়ু করে। তার সঙ্গে থাকে বছর শেষের আগে অফিস থেকে পাওনা ছুটি-ছাটা। তাই এই সময় ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়তে চান সবাই।

আরো পড়ুন :- শীতের ছুটিতে দূরে কোথাও বেড়াতে যাবেন ? দেখুন রাশি অনুযায়ী উপযুক্ত স্থান (পর্ব-১)

কোথায় যাবেন ভেবেছেন কি ? জ্যোতিষশাস্ত্র বলছে বিভিন্ন রাশির জাতকদের স্বভাব ও পছন্দ আলাদা আলাদা। সেই হিসেবে আলাদা আলাদা রাশির জাতকদের কারোর পাহাড় পছন্দ হয়, কারোর সমুদ্র, কারো আবার গভীর অরণ্য। রাশি অনুযায়ী বেড়াতে যাওয়ার জন্য কোন স্থান আপনার জন্য আদর্শ হবে। জানু একনজরে —–

 

susanto sastri

 

​​তুলা রাশি :- প্রেম ভালোবাসার প্রতি সব সময় আকৃষ্ট তুলা রাশির জাতকরা। এদের নিয়ন্ত্রণকারী গ্রহ হল শুক্র। বেড়াতে যাওয়ার জন্য রাজস্থানের উদয়পুর এঁদের জন্য আদর্শ জায়গা। এছাড়া কেরালার মুন্নারও আপনার জন্য আদর্শ হলিডে ডেস্টিনেশন হতে পারে।

​​বৃশ্চিক রাশি :- প্রাকৃতিক সৌন্দর্যের থেকে নগর সভ্যতাই বেশি আকর্ষণ করে বৃশ্চিক রাশির জাতকদের। এঁদের সবথেকে পছন্দের জায়গা হতে পারে হায়দরাবাদ। এখানকার চারমিনার, গোলকোণ্ডা ফোর্ট, হুসেন সাগর সবই বৃশ্চিক রাশির জাতকদের পছন্দের তালিকায় থাকতে পারে।

​ধনু রাশি :- স্বভাবগত ভাবেই পর্যটক ধনু রাশির জাতকরা। এঁরা ঘুরে বেড়াতে পছন্দ করেন। এবার শীতের ছুটিতে ধনুর জাতকরা যেতে পারেন পঞ্জাবের অমৃতসরে। স্থানীয় সংস্কৃতির সঙ্গে পরিচিত হতে পারবেন।

​​মকর রাশি :- মকর রাশির জাতকরা অত্যন্ত বাস্তববাদী। এঁরা সাহসী ও অ্যাকশন পছন্দ করেন। এঁদের জন্য আদর্শ ভ্রমণস্থান হতে পারে হৃষিকেশ, যাঁকে ভারতের ‘অ্যাডভেঞ্চার ক্যাপিটাল’ বলা হয়। প্রকৃতির কোলে ঘুরতে চাইলে মকরের আদর্শ জায়গা হবে লোনাভালা।

কুম্ভ রাশি :- অত্যন্ত স্বাধীনচেতা কুম্ভ রাশির জাতকরা। বেড়াতে যাওয়ার জন্য সব সময় অফবিট ডেস্টিনেশন খোঁজেন এঁরা। কুম্ভ রাশির জাতকদের জন্য আদর্শ ভ্রমণস্থল হত পারে তামিলনাড়ুর ভালপারাই।

মীন রাশি :- শিল্পকলার দিকে ঝোঁক আছে মীন রাশির জাতকদের। তাই রাজস্থানের জয়পুর এঁদের জন্য বেড়াতে যাওয়ার আদর্শ জায়গা হতে পারে। ভারতের শিল্প ও সংস্কৃতির অপূর্ব মেলবন্ধন ঘটেছে জয়পুরে। পিংক সিটিতে দেখার মতো অনেক কিছু আছে। এমনকি সেখানকার শিল্পকতা এই রাশির মানুষদের আকর্ষণ করবে।

আরো পড়ুন :- অর্থকষ্ট দূর করতে শিবের অভিষেক করান এই ভাবে, পাবেন মুক্তি

আরো পড়ুন :- জীবনের সমস্ত দুঃখ কষ্ট দূর করতে বজরংবলীকে খুশি করুন কিছু সহজ উপায়ে

জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন

————————————————————————

পন্ডিত শ্রী সুশান্ত শাস্ত্রী 

বিদ্যা , বিবাহ , প্রেম , ব্যবসা , চাকরি , সাংসারিক অশান্তি , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , বাস্তু , মামলা মকরদমা , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , শনির সাড়েসাতি , কালসর্প দোষ , গ্রহণ দোষ যে কোনো সমস্যার সমাধানের  জন্য যোগাযোগ করুন। দীর্ঘ ২০ বছরের অভিজ্ঞতা সম্পন্ন। অনলাইনে সমস্ত সমস্যার সমাধান করা হয়। দক্ষিনা মাত্র ৪০০ (400) টাকা।

চেম্বার – দীর্ঘ ২০ বছর ধরে নিজ গৃহে সেবা করা হয়। ঠিকানা – চৌবেড়িয়া , নিমতলা , পশ্চিমপাড়া , উত্তর ২৪ পরগণা।

চেম্বার – দেবনাথ জুয়েলার্স, চাকদাহ বনগ্ৰাম রোড় নদীয়া, ভারতি শ্রীমা হলের বিপরীতে, প্রতি রবিবার বিকেলে 3 টা থেকে সন্ধ্যা 7 টা পর্যন্ত ।

ফোন – 9732789314 , 7407388282 ( What’s App )  ( প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সকলের সাথে সাক্ষাৎ করা হয় )

 

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন