শুক্রের উদয়ের ফলে এই ৭ রাশির ভাগ্য ফিরবে , দেখুন আপনার রাশি আছে কি না

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র :-  মানুষের জীবনে সুখের কারণ হলো শুক্র। শুক্র মেষ রাশিতে উদয় হয়েছে ফলে এই সময় কয়েকটি রাশির জন্য অত্যান্ত শুভ হতে চলেছে। শুক্রের উদয় হলে জীবনে অনেক শুভ ফলে পাওয়া যায় , যার ফলে বিবাহ , কর্ম , কোনো মাঙ্গলিক কাজ , আর্থিক উন্নতি হয়ে থাকে। চলুন দেখে নেওয়া যাক শুক্রের এই উদয় কোন কোন রাশিতে শুভ ফল দেবে।

আরো পড়ুন :- নিজের জন্মবার অনুযায়ী বেছে নিন নিজের ক্যারিয়ার , সফলতা আসবেই।

১. মেষ রাশি :- শুক্র আগামী ১৮ এপ্রিল থেকে আগামী ৬১ দিনের জন্য মেষ রাশিতেই উদয় থাকবে। ফলে এই রাশির জাতক – জাতিকাদের বিবাহের যোগ সৃষ্টি হবে , আর্থিক উন্নতি হবে , অর্থ লাভ হবে।

২. কর্কট রাশি :- এই রাশির জাতক – জাতিকাদের অর্থ লাভ হবে , নতুন কাজের সুযোগ আসতে পারে , চাকরির পদোন্নতির যোগ রয়েছে , আর্থিক লগ্নির জন্য ভালো সময়।

৩. তুলা রাশি :- এই রাশির জাতক – জাতিকাদের মান – সন্মান ও পদ প্রতিষ্ঠাতা বৃদ্ধি পাবে , দাম্পত্য সমস্যা দূর হবে , চাকরি ও ব্যবসা দুটোতেই সাফল্যের যোগ রয়েছে।

niladri misra

 

 

৪. বৃষ রাশি :- এই রাশির জাতক – জাতিকাদের ঘর ও গাড়ি কেনার যোগ রয়েছে , আপনার মানসন্মান বৃদ্ধি পাবে , ভাগ্যে আমূল পরিবর্তন লক্ষ করতে পারবেন।

৫. ধনু রাশি :- এই রাশির জাতক – জাতিকাদের পারিবারিক জীবনে সুখ আসবে , আপনার আর্থিক অবস্থা মজবুত হবে , সাস্থ্যের উন্নতি হবে , পদ ও প্রতিষ্ঠা বৃদ্ধি পাবে।

৬. সিংহ রাশি :- এই রাশির জাতক – জাতিকাদের এই সময় মানুষের সহযোগিতা লাভ করবেন , চাকরি ও ব্যবসার জন্য ভালো সময়।

৭. মকর রাশি :- এই রাশির জাতক – জাতিকারা এই সময় নতুন গাড়ি – বাড়ি কিনতে পারেন , কাজে সাফল্যের যোগ সৃষ্টি হচ্ছে , এই সময়টি আপনার জন্য শুভ।

আরো পড়ুন :- জানুন শরীরের কোথায় তিল থাকলে মানুষের চরিত্র কেমন হয়

জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন 

—————————————————————————

জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র

বাস্তু , বিবাহ , ব্যবসা , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , চাকরি , প্রেম , কালসর্প দোষ , গ্রহণ দোষ , শনির সাড়েসাতি যে কোনো সমস্যার সমাধানের  জন্য যোগাযোগ করুন।

চেম্বার – মহিষাদল, হলদিয়া, ডেবরা , খড়গপুর, মেদিনীপুর, কোলকাতা

ফোন – 7908533644 , 9933929211 , 6291733349  ( অনলাইন  এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয়)

 

 

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন