শুটিংয়ের সময় গুরুতর জখম শাহরুখ খান, কিভাবে ঘটলো দুর্ঘটনা ? জানুন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- গুরুতর আহত হলেন শাহরুখ খান। সূত্রের খবর, ‘কিং’ ছবির শ্যুটিংয়ে অ্যাকশনের দৃশ্য করতে গিয়ে চোট পান বলিউডের SRK। পরিস্থিতি এমনই যে মাঝপথে বন্ধ করে দিতে হয় ‘কিং’ ছবির শ্যুটিং। এখন কিছুদিন শ্যুটিং বন্ধ রাখার পরামর্শ চিকিৎসকদের। শাহরুখকে চিকিৎসার জন্য তড়িঘড়ি আমেরিকায় নিয়ে যাওয়া হয়েছে বলে জানা যাচ্ছে।

সূত্রের খবর, কিং ছবির অ্যাকশন দৃশ্যে শ্যুটিংয়ের সময় কোমরে চোট পান শাহরুখ। তবে আঘাত অতটা গুরুতর নয় এবং শাহরুখের অবস্থা এন অনেকটাই ভাল। যদিও এই ঘটনার পর ছবির প্রযোজনা সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে যে এখন কিং ছবির শ্যুটিং বন্ধ রাখা হবে। শাহরুখ সম্পূর্ণ সুস্থ হলে সেপ্টেম্বরে আবার শ্যুটিং শুরু হবে। শাহরুখকে আমেরিকায় নিয়ে যাওয়া হচ্ছে বলে জানা গিয়েছে। সেখান থেকে তাঁকে লন্ডনে নিয়ে যাওয়া হবে, ওখানেই শাহরুখ তাঁর পরিবারের সঙ্গে থাকবেন। পরিবারের সঙ্গে শাহরুখের শ্রীলঙ্কা যাওয়ার পরিকল্পনা আপাতত পিছিয়ে দেওয়া হল। সুপারস্টার সুস্থ হওয়ার পরই শ্রীলঙ্কা ট্রিপ হবে।

পরিচালক সিদ্ধার্থ আনন্দের কিং ছবিতে ডেবিউ করবেন শাহরুখের মেয়ে সুহানা। যাঁকে শেষবার দেখা গিয়েছিল নেটফ্লিক্সের দ্য আর্চি-তে। কিং ছবিতে সুহানা ও শাহরুখ ছাড়াও রয়েছেন দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, জয়দীপ অহলাট, অনিল কাপুর ও অভয় বর্মা। প্রসঙ্গত, গত কয়েক বছর ধরেই পেশির যন্ত্রণায় ভুগছেন অভিনেতা। মনে করা হচ্ছে সে কারণেই অ্যাকশন দৃশ্যে অভিনয় করার সময় বেকায়দায় চোট পেয়েছেন। কিন্তু আঘাত যাতে গুরুতর হয়ে না ওঠে, সে কারণে আমেরিকায় নিয়ে যাওয়া হচ্ছে। চিকিৎসা হবে সেখানেই।

আরও পড়ুন:- রেশন নিয়ে বড় সিদ্ধান্ত কেন্দ্রের। এখনই এই কাজ সারুন। নয়তো রেশন লিস্ট থেকে বাতিল হবেন

আরও পড়ুন:- তিন সপ্তাহ ধরে পতন শেয়ার বাজারে, কোন বিষয়গুলোকে দায়ী করছেন বিশেষজ্ঞরা ? জানুন

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন