শুধুমাত্র কৌতূহলের বশে! প্লেনের ল্যান্ডিং গিয়ারে লুকিয়ে দিল্লি যাত্রা আফগান কিশোরের

By Bangla News Dunia Dinesh

Published on:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আফগানিস্তান থেকে এক ১৩ বছর বয়সী কিশোর প্লেনের ল্যান্ডিং গিয়ার কম্পার্টমেন্টে লুকিয়ে দিল্লি পর্যন্ত পৌঁছে গেল, শুধুমাত্র কৌতূহলের বশে! রবিবার সকালে ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক (IGI) বিমানবন্দরে এই চাঞ্চল্যকর ঘটনাটি প্রকাশ্যে আসে। সূত্রের খবর, রবিবার সকাল ১১টা নাগাদ কাবুলের কাম এয়ারলাইন্সের (KAM Airlines) একটি ফ্লাইট (RQ-4401) ২ ঘণ্টার যাত্রা শেষে দিল্লিতে পৌঁছায়। এরপরেই বিমানবন্দরের নিরাপত্তা কর্মীদের নজরে আসে ওই কিশোর।

বিমানবন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, প্লেনটি রানওয়েতে নামার পর এক কিশোরকে প্লেনের আশেপাশে ঘোরাফেরা করতে দেখা যায়। কুন্দুজ শহরের বাসিন্দা ওই কিশোরকে এয়ারলাইন্সের কর্মীরা সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স (CISF)-এর হাতে তুলে দেয়। এরপর তাকে টার্মিনাল ৩-তে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করা হয়।

জিজ্ঞাসাবাদে কিশোরটি জানায় যে, সে কাবুলের বিমানবন্দরে লুকিয়ে ঢুকে পড়েছিল। এরপর কোনওভাবে প্লেনের পেছনের দিকের ল্যান্ডিং গিয়ার কম্পার্টমেন্টে ঢুকে পড়ে সে। সে আরও জানায়, এটি সে শুধুমাত্র কৌতূহলের বশেই করেছে। জিজ্ঞাসাবাদ শেষে কিশোরটিকে ওই প্লেনেই আবার আফগানিস্তানে ফেরত পাঠানো হয়। দুপুর ১২:৩০ নাগাদ বিমানটি কাবুলের উদ্দেশ্যে রওনা দেয়।

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন