Bangla News Dunia, Pallab : আন্তর্জাতিক স্পেস স্টেশনে ২৮৬ দিন কাটিয়ে সদ্য পৃথিবীতে ফিরে এসেছেন নাসার মহাকাশচারী সুনীতা উইলিয়ামস এবং তাঁর সঙ্গী বুচ উইলমোর। মহাকাশে ৯ মাস থাকার জন্য মহাকাশচারীর বেতনের পাশাপাশি বিশেষ ভাতা পাবেন তাঁরা। আর সেই ভাতার পরিমাণ শুনে অবাক খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সরকারিভাবে সম্ভব না হলে নিজের পকেট থেকে সুনীতাদের আর্থিক সহায়তার আশ্বাস দিয়েছেন তিনি।
আরও পড়ুন : ৮ ঘণ্টার জায়গায় ৬ ঘণ্টা ! রাজ্যের এই কর্মীদের ডিউটির সময় কমিয়ে আনলো নবান্ন
নাসার ভাতা তালিকা অনুযায়ী ‘ওভারটাইম’ বাবদ দৈনিক ৫ ডলার করে পান মহাকাশচারীরা। সুতরাং, এই খাতে সুনীতার পাওনা দাঁড়াচ্ছে ১,৪৩০ ডলার। ভারতীয় মুদ্রায় যা প্রায় ১ লক্ষ ২৩ হাজার টাকার সমান। মহাকাশে বসবাসে নজির তৈরি করা মহাকাশচারীদের এই সামান্য প্রাপ্তি নিয়ে নানা মহলে চর্চা চলছে। শুক্রবার সংবাদমাধ্যমের এই সংক্রান্ত প্রশ্নের জবাব দিতে গিয়ে দৃশ্যত অস্বস্তিতে পড়তে হয়েছে ট্রাম্পকে। তাঁর কাছে জানতে চাওয়া হয়েছিল, সুনীতাদের জন্য বেতন বাদে কতটা আর্থিক সুবিধা দেওয়ার কথা ভাবছে সরকার? সুনীতাদের ওভারটাইম ভাতার পরিমাণ শুনে ট্রাম্প বলেন, ‘শুধু এইটুকু! ওঁদের যা সহ্য করতে হয়েছে এই অর্থ তার কাছে কিছুই নয়। আমাকে কেউ এ ব্যাপারে কিছু বলেননি। যদি এটা হয়ে থাকে তাহলে আমি নিজের পকেট থেকেই দেব।’
বিশ্বের বৃহত্তম মহাকাশ গবেষণা সংস্থা হলেও নাসার মহাকাশচারীদের বেতন নিতান্ত সাধারণ। মার্কিন সরকারের কর্মী হিসাবে তাঁরা ভারতের হিসাবে বছরে ৮১ লক্ষ টাকা থেকে দেড় কোটি টাকা পর্যন্ত বেতন পান। সবচেয়ে অভিজ্ঞ মহাকাশচারীদের তালিকায় থাকা সুনীতা উইলিয়ামসের বার্ষিক বেতন ১ লক্ষ ৫২ হাজার ২৫৮ ডলার (১ কোটি ৩১ লক্ষ টাকা)। মহাকাশে থাকার কারণে এই বেতনের সঙ্গে ওভারটাইম বাবদ ১ লক্ষ ২৩ হাজার টাকা যোগ হবে।
যদিও স্পেস স্টেশনে থাকাকালীন মোটেও শুয়ে-বসে ছিলেন না সুনীতা ও বুচ। দু’জনে সপ্তাহে ৪০ ঘণ্টা করে কাজ করতেন। বিভিন্ন ধরনের গবেষণা ছাড়াও স্পেস স্টেশনে শাকসবজির চাষ করতেন সুনীতা। নিজের ফলানো লাল লেটুস ও টমেটো খেয়ে শরীরে ভিটামিন সরবরাহ জারি রেখেছিলেন তিনি। মহাকাশে তাঁর ৯ মাস কাটানোর ফলে মানুষের দীর্ঘমেয়াদি মহাকাশযাত্রার নতুন দিগন্ত খুলে গিয়েছে। এত কিছুর জন্য বাড়তি প্রাপ্তি বলতে দৈনিক ৫ ডলার।