Bangla News Dunia, Pallab : ভারতীয় রেলের (Indian Railways) সঙ্গে যুক্ত সংস্থা ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং এন্ড ট্যুরিজম কর্পোরেশন (IRCTC) তাদের বিগত তিন মাসের ব্যবসার মোট ফলাফল ঘোষণা করেছে। গত অক্টোবর মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত তিন মাসে সংস্থাটি উল্লেখযোগ্য মুনাফা অর্জন করেছে। শুধুমাত্র জল বিক্রি করেই ৯৬ কোটি টাকা লাভ করেছে IRCTC সংস্থাটি। হ্যাঁ ঠিকই শুনেছেন।
আরও পড়ুন : ই-শ্রম কার্ডে এবার প্রতিমাসে পাবেন 3000 টাকা ! দেখুন কিভাবে আবেদন করবেন এখানে
১৩.৭% বৃদ্ধি নিয়ে মোট লাভ ৩৪১ কোটি টাকা
IRCTC-এর অক্টোবর মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত তিন মাসের সমন্বিত নেট মুনাফা বছরে ১৩.৭% বৃদ্ধি পেয়েছে এবং এই মুনাফা এখন ৩৪১ কোটি টাকায় পৌঁছে গেছে। সংস্থাটির আয়ও ১০% বৃদ্ধি পেয়েছে, যা বেড়ে এখন দাঁড়িয়েছে ১২২৭.৭ কোটি টাকায়।
আরও পড়ুন : Big News : জল্পনাই সত্যি, এই রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করল কেন্দ্র
জল বিক্রি করেই ৯৬ কোটি টাকা আয়
আপনারা জানলে হয়তো অবাক হবেন, IRCTC সংস্থাটি শুধুমাত্র জল বিক্রি করেই ৩ মাসে ৯৬ কোটি টাকা আয় করেছে। শুধুমাত্র পানীয় জলের ব্যবসা থেকেই উল্লেখযোগ্য মুনাফা অর্জন করেছে এই সংস্থাটি। IRCTC মূলত ট্রেন এবং রেলওয়ে স্টেশনে ‘রেল নীর’ (Rail Neer) ব্র্যান্ডের পানীয় জল বিক্রি করে থাকে। গত তিন মাস এই ব্যবসা থেকে সংস্থাটি ৯৬.৩৫ কোটি টাকা আয় করেছে।
আরও পড়ুন : রাজ্য সরকারি কর্মচারিদের ৪ শতাংশ ডিএ বৃদ্ধি, কবে থেকে জেনে নিন
বিগত বছরগুলিতে একই সময়ে এই আয় ছিল ৮৪ কোটি টাকা। তবে চলতি বছরের অক্টোবর থেকে ডিসেম্বরের মাসের মধ্যে এই হার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে, যা এখন প্রায় ৯৬ কোটি টাকায় দাঁড়িয়েছে। ‘রেল নীর’ (Rail Neer) এর এই বিক্রি বৃদ্ধি দেখিয়েছে যে, সংস্থাটির প্রতি ত্রৈমাসিকে কীভাবে তাদের ব্যবসার পরিধি বাড়াচ্ছে।
স্টক মার্কেটে IRCTC-এর শেয়ার বৃদ্ধি
শুধু জল বিক্রিতেই থেমে থাকেনি IRCTC। ত্রৈমাসিক ফলাফলের পর IRCTC তাদের শেয়ার বাজারেও সবুজ সংকেত দিয়েছে। বৃহস্পতিবার সাপ্তাহিক চতুর্থ ট্রেডের দিনে কোম্পানির শেয়ার ৭৫৯.১৫ কোটি টাকা দামে খোলা হয় এবং তা ৭২৭ কোটি টাকায় পৌঁছেছে। বর্তমানে সংস্থাটির বাজার মূলধন (Market Cap) ৬১,০৭০ কোটি টাকায় পৌঁছে গেছে।