শুভদৃষ্টি থেকে মালাবদল, দেখুন দিলীপের বিয়ের অ্যালবাম

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- বৈদিক মতে বিয়ে সারলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। ষাটোর্ধ্ব দিলীপ আর কুমার থাকলেন না। তিনি এখন সংসারী। রিঙ্কু মজুমদারের সঙ্গে বাঁধা পড়লেন সাত পাকে। বিয়ের পর দিলীপ বলেন,’আপনাদের সকলের আর্শীবাদ চাই’। সেই সঙ্গে জানিয়ে দিলেন, রাজনীতি থেকে অবসর নিচ্ছেন না। দাম্পত্যর সঙ্গে সমানতালে চলবে রাজনীতিও। ‘সহধর্মিনী’  রিঙ্কুর মুখেও শোনা গেল সেই কথাই।

নিতান্ত ঘরোয়াভাবেই বিয়ে সেরেছেন দিলীপ ঘোষ। তাঁর নিউটাউনের ফ্ল্যাটেই বসেছিল ছাদনাতলা।

দিলীপের বিয়ে।
দিলীপের বিয়ে।

সাদা ধুতি-পাঞ্জাবিতে বর বেশে দিলীপ। আর লাল বেনারসি শাড়িতে কনে রিঙ্কু। সেই সঙ্গে মাথায় শোলার মুকুট, লাল ওড়না।

দিলীপের বিয়ে।
দিলীপের বিয়ে।

 

ঘরোয়া বিয়েতে কয়েকজন অতিথিই উপস্থিত ছিলেন। ছিলেন রিঙ্কুর পরিবার ও স্বজনরা। তবে তাঁর পুত্রসন্তান আসেননি। মায়ের সিদ্ধান্তে তিনি পাশে আছেন বলে সংবাদমাধ্যমে জানিয়েছেন।

দিলীপের বিয়ে।
দিলীপের বিয়ে।

বাঙালি রীতিতেই বিয়ের ভোজ। রয়েছে আমিষ পদ। তবে মাংস নয়, মাছ ছিল অতিথিদের পাতে।

দিলীপের বিয়ে
দিলীপের বিয়ে

দিলীপ ঘোষের রাজনৈতিক জীবনের কী হবে, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। বিবাহ সম্পন্ন হওয়ার দিলীপ জানিয়ে দেন, নতুন দাম্পত্য শুরু হলেও রাজনীতিতে ব্যাঘাত ঘটবে না। দল যে দায়িত্ব দেবে, সেটাই পালন করবেন। নববরের মুখে শোনা গিয়েছে, ২৬-এ পরিবর্তনের কথাও।

দিলীপের বিয়ে।
দিলীপের বিয়ে।

বিবাহ সম্পন্ন হওয়ার পর দিলীপ বলেন,’সবার কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাদের শুভেচ্ছা থাকুক, যাতে পারিবারিক জীবনের দায়িত্ব পালন করতে পারি’। সেই সঙ্গে যোগ করেন,’পার্টি যে দায়িত্ব দেবে, যেভাবে দেবে শক্তি দিয়ে সেই দায়িত্ব পালন করব’।

আরও পড়ুন:- ১ ও ২ টাকার কয়েন বাতিল? দেখুন RBI এর নির্দেশিকা

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন