শুভাংশুরা মহাকাশে কীভাবে টয়লেট করতেন ? জানলে চমকে যাবেন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- দ্বিতীয় ভারতীয় হিসেবে মহাকাশে পাড়ি দিয়েছিলেন শুভাংশু শুক্লা। প্রথম ভারতীয় হিসেবে পা রেখেছিলেন আন্তর্জাতিক স্পেস স্টেশনে। 

১৮ দিনের মহাকাশ সফর সেরে মঙ্গলবারই পৃথিবীতে সফল ল্যান্ড করেছেন এই গ্রুপ ক্যাপ্টেন পাইলট।

১৮ দিন মহাকাশে ছিলেন শুভাংশু। সকলেরই প্রশ্ন, মহাকাশচারীরা সেখানে মলত্যাগ-প্রস্রাব করেন কীকরে?

আন্তর্জাতিক স্পেস স্টেশনে একটি টয়লেট তৈরি করা হয়েছে নভোচরদের জন্য। দেখতে সাধারণ হলেও এটি ভ্যাকুয়াম টয়লেট।

 শরীর থেকে বেরিয়ে আসা বর্জ্য ভ্যাকুয়াম বলের সাহায্যে বাতাসের মাধ্যমে ট্যাঙ্কে নিয়ে যাওয়া হয়। মহাকাশচারীরা দাঁড়িয়ে বা বসে সহজেই এই টয়লেট ব্যবহার করতে পারেন।

মহাকাশে একজন মহাকাশচারীর প্রস্রাব করার পদ্ধতিও আলাদা। একটি ভ্যাকুয়াম পাইপ ব্যবহার করা হয়। 

মহাকাশ স্টেশনে প্রস্রাব সংরক্ষণ করা হয়। যা পুনর্ব্যবহারযোগ্য এবং জল হিসেবে ব্যবহার করা যেতে পারে।
মহাকাশচারীরা পান করার জন্য এক থলি জল বহন করেন। থলিতে থাকা নলের সাহায্যে তাঁরা জল পান করে।

মহাকাশচারীরা স্নান করেন না, বরং একটি ভেজা কাপড় বা একটি বিশেষ তরল দিয়ে তাদের শরীর পরিষ্কার করেন।

আরও পড়ুন:- মায়ের কোন কোন গুণ ছেলেদের মধ্যে দেখা যায় ? জেনে রাখুন

আরও পড়ুন:- আজ থেকে রেলে তত্‍কাল বুকিংয়ে নয়া নিয়ম শুরু, পুরো প্রক্রিয়া জেনে রাখুন

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন