শুভাংশুর প্রত্যাবর্তনে চোখে জল, দেশবাসীর সঙ্গে আবেগে ভাসলেন বাবা-মাও

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab : মহাকাশ অভিযান শেষ করে পৃথিবীতে সফল অবতরণ করলেন শুভাংশু শুক্লা (Shubhanshu Shukla) সহ চার মহাকাশচারী। মঙ্গলবার ভারতীয় সময় দুপুর ৩টা ১ মিনিট নাগাদ প্রশান্ত মহাসাগরের বুকে নেমে আসে স্পেসএক্সের মহাকাশযান ‘ড্রাগন’। এরপর স্বাস্থ্য পরীক্ষার পর একে একে বের করে আনা হয় শুভাংশুদের।

আরও পড়ুন : ম্যায় হুঁ না ! শুভেন্দু-সুকান্তকে বিশেষ বার্তা দিলীপের

পৃথিবীর কক্ষপথে ১৮ দিন কাটিয়ে সফল অভিযানের পর প্রশান্ত মহাসাগরে অবতরণ করেছে স্পেসএক্সের মহাকাশযান ‘ড্রাগন’ ক্যাপসুল। এদিন লখনউয়ে বসে সেই দৃশ্যের সাক্ষী থেকেছেন শুভাংশুর বাবা শম্ভুদয়াল শুক্লা এবং মা আশাদেবী। শুভাংশুরা পৌঁছোতেই ভারতের জাতীয় পতাকা নিয়ে হাত নাড়াতে থাকেন তাঁরা। আবেগতাড়িত হয়ে পড়েন দুজন। এই মুহূর্তটার জন্য অপেক্ষা করছিলেন দেশবাসী।

শুভাংশুদের অভিযানের নাম ছিল ‘অ্যাক্সিয়ম-৪’। ড্রাগনের পাইলট শুভাংশু। অভিযানে নেতৃত্বে অ্যাক্সিওমের রেগি হুইটসন। এছাড়াও ছিলেন পোল্যান্ডের স্লায়োস উজনানস্কি-উইসনিউস্কি এবং হাঙ্গেরির টিবর কাপু। ১৮ দিনের এই অভিযানটি শুধু ভারতের জন্য নয়, নাসা (NASA), ইসরো (ISRO), ইউরোপিয়ান স্পেস এজেন্সির (European Space Agency) মতো আন্তর্জাতিক মহাকাশ সংস্থাগুলোর মিলিত প্রয়াস।

শুভাংশুদের মহাকাশযানের অবতরণের আগে থেকেই প্রশান্ত মহাসাগরের বুকে প্রস্তুত রাখা ছিল ‘রিকভারি ভেহিক্যাল’। সেই রিকভারি ভেহিক্যাল দ্রুত শুভাংশুদের ক্যাপসুলের কাছে পৌঁছে যায়। ক্যাপসুলটিকে তুলে নেওয়া হয় জাহাজে। সবধরনের সাবধানতা অবলম্বন করে ধীরে ধীরে মহাকাশচারীদের বাইরে বের করে আনা হয়। সবার আগে ক্যাপসুল থেকে হেঁটে হাসিমুখে বেরিয়ে আসেন পেগি হুইটসন। তারপরই বেরিয়ে আসেন শুভাংশু শুক্লা। তৃতীয় মহাকাশচারী হিসাবে বাইরে আসেন স্লাওস উজানস্কি-উইজনিউস্কি। সব শেষে ক্যাপসুলের বাইরে বেরিয়ে হাসিমুখে সবার উদ্দেশে হাত নাড়েন টিবর কাপু।

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন