Bangla News Dunia, Pallab : সকালেই পরিদর্শন সেরেছেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। এদিকে, বিকেলে বেলগাছিয়ার ভাগাড়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যেতেই আটকায় পুলিশ। বাড়ি বাড়ি ঘুরতে বাধা দেওয়া হয়। পুলিশের সঙ্গে সহযোগিতা করার কথা বলা হলেও শুভেন্দু অধিকারীকে হেনস্থা করা হয় বলে অভিযোগ। এমনকী, শুভেন্দু অধিকারীর হাতে আঘাত করারও অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে।
আরও পড়ুন : প্রচন্ড গরমে রোদ লেগে মাথা যন্ত্রণা ? দ্রুত মুক্তি দেবে হোমিওপ্যাথি ওষুধ
এদিন হাওড়ার বেলগাছিয়ার ভাগাড়ে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেন বিরোধী দলনেতা। বিজেপির তরফে জল, খাবার, ত্রিপল দেওয়া হয়েছে বলে জানান শুভেন্দু। ৫ হাজার টাকা করে আর্থিক সাহায্যও করা হয়েছে বলে জানান তিনি। পাশাপাশি শাসকদলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে শুভেন্দুর অভিযোগ, “হিন্দু বলে হাওড়ার ক্ষতিগ্রস্তদের সাহায্য করছে না সরকার। রোহিঙ্গা থাকে না তাই রিলিফ নেই, হিন্দু থাকে তাই রিলিফ নেই।”
শুভেন্দুর আরও অভিযোগ, “২ হাজার বেআইনি বাড়ি রয়েছে হাওড়া জুড়ে। গরিবদের লুঠ করছে মমতার সরকার।” এরপরই বাড়ি বাড়ি পরিদর্শনের মাঝ পথে ব্যারিকেড দিয়ে বিরোধী দলনেতাকে আটকায় পুলিশ। শুভেন্দুর সঙ্গে কার্যত ধস্তাধস্তি হয় পুলিশের। এরই মাঝে গুলাম মোর্তাজা নামে এক পুলিশ আধিকারিক শুভেন্দুর হাতে আঘাত করেন বলে অভিযোগ।
আরও পড়ুন : ৮ ঘণ্টার জায়গায় ৬ ঘণ্টা ! রাজ্যের এই কর্মীদের ডিউটির সময় কমিয়ে আনলো নবান্ন