শুভেন্দু গড়ে দুটি সমবায় সমিতির ভোটে তৃণমূলের কাছে পরাজিত বিজেপি !

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

suvendu

Bangla News Dunia, Pallab : ফের দুটি সমবায় সমিতির ভোটে তৃণমূলের কাছে ধরাশায়ী বিজেপি। শুভেন্দু গড় পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর ১ নম্বর ব্লকের জলিগোপীনাথপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি ও রামনগর ১ নম্বর ব্লকের দুবলাবাড়ি টেংরামারি সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে জয়জয়কার তৃণমূল সমর্থিত প্রার্থীদের।

আরও পড়ুন : ভারতে চালু ৪ টি সরকারি কার্ড, না করলে বিপদে পড়বেন

রবিবার ভগবানপুরের জলিগোপীনাথপুর সমবায় সমিতির পরিচালন কমিটির মোট ১২ টি আসনের নির্বাচন হয়। ১২টি আসনের মধ্যে ১০ টি আসন দখল করে শাসকদল । বাকি ২ টি আসনে জয়লাভ করে বিজেপি ও সিপিএমের জোট প্রার্থীরা। সমবায় নির্বাচনে জয়লাভ করার পরে বাজি ফাটিয়ে সবুজ আবির মাখিয়ে উল্লাসে মাতেন তৃণমূল কর্মী-সমর্থকরা।

আরও পড়ুন : টাটার হাত ধরে ভারতে বিপ্লব ঘটাচ্ছে মোদী সরকার, বিশ্বের ১ নম্বর দেশ হবে এবার ভারত

এই বিষয়ে ভগবানপুর ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি অরুপ সুন্দর পণ্ডা বলেন, “এই সমবায়ে দীর্ঘদিন নির্বাচন হয়নি। এবার বিজেপির সঙ্গে জোটবদ্ধভাবে সিপিএম ও বিজেপি ছদ্মনামে নির্বাচনে লড়াই করেছিল সেই প্রতিকূলতাকে কাটিয়ে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে। ‌এই জয় থেকেই এটা প্রমাণ হয় যে, মানুষ তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছে। উন্নয়নের সঙ্গে আছে।”

আরও পড়ুন : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে গুরুর মর্যাদা দিলেন এই দেশের প্রধানমন্ত্রী, একনজরে দেখে নিন

অপরদিকে, রামনগরের দুবলাবাড়ি টেংরামারি সমবায় কৃষি উন্নয়ন সমিতির ৯টি পরিচালন সমিতির আসনে নির্বাচন হয়। এদিন সবকটি আসনেই বিরোধী বিজেপিকে পরাজিত করে তৃণমূল জয়লাভ করে। তৃণমূলের অভিযোগ, বিজেপি বহিরাগতদের ভোট কেন্দ্রে নিয়ে এসে উত্তেজনার সৃষ্টি করে।

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন