শুভ নববর্ষ! পয়লা বৈশাখে প্রিয়জনকে শুভেচ্ছা জানাতে পাঠান এই মেসেজ

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- বাঙালির বারো মাসে তের পার্বণ। তার মধ্যে গুরুত্বপূর্ণ একটি উৎসব হল নববর্ষ (Noboborsho)। কথায় বলে ‘মর্নিং শোজ দ্য ডে’। তাই বছরের এই প্রথম দিনটা বিশেষ ভাবে উদযাপন করেন সকলে। যে অঞ্চলগুলি সৌর বর্ষপঞ্জি অনুসরণ করে, বৈশাখ (Baisakh) মাসকে বছরের প্রথম মাস হিসাবে বিবেচনা করে, তাদের নতুন বছরটি এই মাসের প্রথম দিনেই উদযাপিত হয়। যদিও দেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে ও আলাদা রীতিতে নববর্ষ উদযাপিত করে।

বাঙালিদের একটি গুরুত্বপূর্ণ উৎসব হল এই নববর্ষ (Noboborsho)। সব বাঙালিরাই মুখিয়ে থাকেন পয়লা বৈশাখের দিকে। মিষ্টিমুখ,কোলাকুলি, হালখাতা,আড্ডা,নতুন জামায় সকলে আহ্বান জানান নতুন বছরের। দেখে নিন নববর্ষে নিজের হোয়াটস অ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম কিংবা অন্যান্য সোস্যাল মিডিয়া থেকে কী ভার্চুয়াল শুভেচ্ছা বার্তা (Noboborsho 1432 Wishes) শেয়ার করতে পারেন আপনি।

 

Subho Noboborsho 1432

বাংলা নববর্ষ ১৪৩২ -এর শুভেচ্ছা বার্তা (Subho Noboborsho 1432 Messages) 

* নতুন বছর শুরু হোক ভালোবাসা ও হাসির সঙ্গে। শুভ নববর্ষ ১৪৩২!

* এসো হে বৈশাখ এসো এসো…আগামীটা সকলের ভাল কাটুক। নতুন বছরের শুভেচ্ছা।

* শুভ নববর্ষের অফুরন্ত প্রীতি ও শুভেচ্ছা জানাই আপনাকে ও আপনার পরিবারকে।

* হে নূতন, দেখা দিক আর-বার জন্মের প্রথম শুভক্ষণ… নববর্ষের শুভেচ্ছা সকলকে।

* পুরনো সব স্মৃতি করে ফেল ইতি, পুরনো সব কষ্ট করে ফেল নষ্ট, পুরনো সব বেদনা আর মনে রেখ না। নতুন বছরের শুভেচ্ছা আপনার ও আপনার পরিবারের সকলকে।

 

* নববর্ষে নবরূপ রাঙিয়ে দিক প্রতিটি মুহূর্ত। সুন্দর সমৃদ্ধ হোক আগামীর দিনগুলো। শুভ নববর্ষ সকলকে।

*  নতুন পোশাক নতুন সাঁজ। নতুন বছর শুরু আজ। মিষ্টি মন মিষ্টি হাঁসি। শুভেচ্ছা জানাই রাশি রাশি…শুভ নববর্ষ !

* আজ পয়লা বৈশাখ – নতুন সূর্য, নতুন আশা, নতুন প্রেরণা।

* নতুন সকাল, নতুন দিন, নতুন করে শুরু হোক সব। শুভ নববর্ষ ১৪৩২।

* আপনি ও আপনার পরিবার থাকুন সুস্থ, ভাল ও সুখে।

* শুভ নববর্ষ মানে শুধুই দিন নয়, এটা হলো নতুন সম্ভাবনার সূচনা।

 

Subho Noboborsho 1432

* সব খারাপ স্মৃতিকে পুরনো দুঃখ হিসেবে ভুলে যাও। নতুন বছর শুরু কর, নতুন আশা আর প্রতিজ্ঞা নিয়ে। শুভ নববর্ষ!

* নতুন বছরে নতুন আশা, জীবন হোক রঙিন ভাষা!

* তোমার সমস্ত কামনা পূর্ণ হোক। ঈশ্বরের ভালোবাসা তোমার জীবনে থাকুক। শুভ নববর্ষের শুভেচ্ছা জানাই।

*  বিদায় রাগিনী বাজিয়ে গেল জীর্ণ পুরনো বর্ষ। নববর্ষ আনবে সকল রকম হর্ষ। তোমাকে ও তোমার পরিবারকে জানাই নববর্ষের শুভেচ্ছা।

* বন্ধুত্বে হোক নতুন রং, সম্পর্ক হোক মধুর ও সুন্দর।

* নীল আকাশের মেঘের ভেলায়, ঘাসের উপর শিশির কণায়, প্রজাপতির রঙিন ডানায়, ফাল্গুনের ফুলের মেলায়, বৈশাখে তোমায় শুভেচ্ছা জানাই!

 

Subho Noboborsho 1432

* প্রতিটি দিন হোক নববর্ষের মতো আনন্দময়। শুভ ১৪৩২!

* বছরের প্রথম দিনে হোক একটুখানি হাসি, অনেকখানি ভালোবাসা। সকলকে শুভেচ্ছা।

* বাংলা নববর্ষ আনুক আপনার জীবনে আশীর্বাদের বৃষ্টি।

* বসন্তের আগমনে কোকিলের সুর! গ্রীষ্মের আগমনে রোদেলা দুপুর! বর্ষার আগমনে সাদা কাঁশফুল! তাই তোমায় উইশ করতে মন হল বেকুল! শুভ নববর্ষ ১৪৩২!

* নববর্ষে হোক শুভ সূচনা, জয় হোক জীবনের।

*  নতুন বছরের নতুন যাত্রা হয় যেন সুখ আর আনন্দময়!এই কামনায় তোমাদের জানাই শুভ নববর্ষ!

* নতুন বছরে সবাই গাইব বৈশাখের গান। এসো হে বৈশাখ এসো এসো। শুভ নববর্ষ।

* আশা করছি, এই নববর্ষ যেন তোমার জীবনের শ্রেষ্ঠ বছর হয়। তোমার সমস্ত প্রত্যাশা পূরণ এবং স্বপ্ন সত্যি হোক। শুভ নববর্ষ ১৪৩২।

বাঙালিদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজো হলেও, নববর্ষের আলাদা গুরুত্ব আছে। বর্তমানে এই বিশেষ দিন উপলক্ষে সেজে ওঠে সমস্ত শপিং মল থেকে শহরের রাস্তাঘাট। সকলে রাগ-অভিমান, দুঃখ -কষ্ট ভুলে গা ভাসান উৎসবের আনন্দে।

আরও পড়ুন:- পার্সোনাল লোন নাকি ক্রেডিট কার্ড লোন! জানুন কোন ঋণে আপনাকে কম সুদ গুনতে হবে?

আরও পড়ুন:- সমুদ্রের তলায় ১২ হাজার বছর পুরনো পিরামিড, ইতিহাস কি বদলে যাবে ?

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন