Bangla News Dunia , পল্লব চক্রবর্তী : হিন্দু ধর্মে প্রতিটি কাজের জন্য নির্দিষ্ট মুহূর্ত রয়েছে। এমন কিছু সময় রয়েছে, যার মধ্যে শুভ কাজ করা হয় না। শাস্ত্র মতে একটি সময় হল মলমাস। এই মাসে সমস্ত শুভ কার্য বর্জিত। ধনু ও মীন রাশিতে সূর্য প্রবেশ করলে মলমাস শুরু হয়। ফলে বৃহস্পতির প্রভাব কমে যায়। বৃহস্পতিকে শুভ কাজের কারক গ্রহ মনে করা হয়। এটি দুর্বল থাকলে বিবাহে বিলম্ব হয়। পাশাপাশি আয় ও ব্যবসায় বাধা সৃষ্টি হয়। মলমাসে কোনও শুভ কাজ করা উচিত নয়। বিয়ের জন্য শুক্র ও বৃহস্পতির উদয় অত্যাবশ্যকীয়। কোনও একটি গ্রহ অস্ত গেলেও শুভ অনুষ্ঠান বর্জিত মনে করা হয়।
কবে থেকে শুরু হচ্ছে মলমাস?
কোনও রাশিতে এক মাসের জন্য বিচরণ করে সূর্য। ১৬ ডিসেম্বর ধনু রাশিতে প্রবেশ করে যাবে সূর্য। শুরু হবে মলমাস। শেষ হবে ১৪ জানুয়ারি। মকর রাশিতে প্রবেশ করবে সূর্য।
মলমাসে কোন কোন অনুষ্ঠান করা যায় না?
মলমাস চলাকালীন সময় কোনও ধরনের শুভ অনুষ্ঠান করা যায় না। এই সময় বিয়ের অনুষ্ঠান হবে না। মুন্ডন, এংগেজমেন্ট, গৃহ প্রবেশও করা যাবে না। পাশাপাশি ব্রত আরম্ভ এবং ব্রত উদ্যাপনও হবে না এই সময়কালে।
১. এই মাসে কোনও স্বার্থ ছাড়া দান করলে অক্ষয় ফল লাভ করা যায়।
২. বিষ্ণু ও কৃষ্ণের বিশেষ পুজোর মাস এটি। নিয়মিত গীতা পাঠ করা উচিত।
৩. মলমাসে তুলসীর পুজো করলেও লাভ হতে পারে। সন্ধেবেলা তুলসী গাছের সামনে ঘিয়ের প্রজীপ প্রজ্জ্বলিত করুন। জীবনের সমস্ত সমস্যা দূর হয়।
৪. মলমাসে সূর্যোদয়ের আগে উঠে সূর্যকে অর্ঘ্য দেওয়া উচিত। প্রচলিত ধারণা অনুযায়ী সূর্য দুর্বল থাকে। তাই তাঁর পুজো করাকে শুভ মনে করা হয়।
৫. মলমাসে গরুর পুজো করা উচিত। হলুদের তিলক লাগিয়ে গুড় ও ছোলা খাওয়ানোর কথা জানানো রয়েছে। ঘাস খাওয়ালে কৃষ্ণের বিশেষ আশীর্বাদ লাভ করতে পারেন।
আরও খবর পেতে ফলো করুন আমাদের চ্যানেল