Bangla News Dunia, Pallab : আগামী সাত দিনের মধ্যে এসএসসিকে অযোগ্যদের তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। শনিবার সেই অযোগ্যদের তালিকা প্রকাশ করতে পারে এসএসসি। ৭ ও ১৪ সেপ্টেম্বর পরীক্ষা হতে চলেছে নবম-দশম, ও একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগের। শিক্ষকপদে পরীক্ষা নেওয়ার প্রস্তুতিও জেলায় জেলায় শুরু করে দিয়েছে এসএসসি। এবার সুপ্রিমকোর্টের নির্দেশ অনুযায়ী গ্রুপ সি ও ডি পদে আবেদনের বিজ্ঞপ্তি দিল এসএসসি।
স্কুল সার্ভিস কমিশন সূত্রে জানা গিয়েছে, গ্রুপ সি-র ক্ষেত্রে পদে শূন্যপদ রয়েছে ২৯৮৯। গ্রুপ ডি-এর ক্ষেত্রে শূন্যপদ ৫৪৮৮। ইতিমধ্যেই নতুন নিয়োগের কথা জানিয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৬ সেপ্টেম্বর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত করা যাবে আবেদন। এক্ষেত্রে চাকরিহারা যোগ্যরা যেমন আবেদন করতে পারবেন, সঙ্গে আবেদন করতে পারবেন নতুনরা। ৩১ অগাস্ট বিস্তারিত জানাবে এসএসসি। তবে এখনও পর্যন্ত পরীক্ষার সূচি প্রকাশ করা হয়নি।
প্রসঙ্গত, ২০১৬ সালে যে সমস্ত শিক্ষক ও শিক্ষাকর্মী চাকরি পেয়েছিলেন তাঁদের সকলেরই চাকরি বাতিল হয়েছিল সুপ্রিম কোর্টের নির্দেশে। পুরো প্যানেলটাই বাতিল করে দিয়েছে শীর্ষ আদালত।
অন্যদিকে, চাকরি হারা যোগ্য শিক্ষক-শিক্ষিকাদের ডিসেম্বর পর্যন্ত বেতন দেবে রাজ্য সরকার। চাকরিহারা গ্রুপ সি, গ্রুপ ডি কর্মীদের জন্য এমন কোনও সুযোগ হয়নি। রাজ্য তাঁদের ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিলেও শেষ পর্যন্ত তা বাতিল করে দেয় কলকাতা হাইকোর্ট। এমতাবস্থায় ফের নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে এসএসসি। ফলে চাকরিহারাদের বেশ কিছুটা স্বস্তি দেবে বলেই ওয়াকিবহাল মহলের মত।