শূন্যে গুলি ছুড়ে করাচিতে স্বাধীনতা দিবস উদযাপনের বলি ৩ ! আহত ৬০ জনেরও বেশি

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab : পাকিস্থানে (Pakistan) স্বাধীনতা দিবস উদযাপন চলছে। সেই আনন্দে শূন্যে গুলি ছুড়ে স্বাধীনতা দিবস (Independence Day) উদ্‌যাপনের সময় গুলি লেগে মৃত্যু হল এক শিশু সহ ৩ জনের। আহত ৬০ জনেরও বেশি। বুধবার রাতে পাকিস্তানের করাচির (Karachi) ঘটনা।

আরও পড়ুন : সব জল্পনার অবসান ! বাংলায় হচ্ছে SIR

সেদেশের স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, স্বাধীনতা দিবস উপলক্ষে করাচির বিভিন্ন জায়গায় অনুষ্ঠান চলছিল। ওইদিন রাতে পরিবারের সঙ্গে সেই উদ্‌যাপন দেখতে বেরিয়েছিল আজিজাবাদের আট বছরের এক শিশু। হঠাৎ তার শরীর ফুঁড়ে বেরিয়ে যায় গুলি (Shot)। এমন ঘটনায় হতভম্ব হয়ে পড়েন ওই শিশুর পরিবারের সদস্যরা। দ্রুত ওই শিশুকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে জানায়।

তবে এই প্রথম নয়, করাচিতে গুলি ছুড়ে এমন উৎসব উদযাপন আগেও হয়েছে। গত বছর স্বাধীনতা দিবসেও এমন গুলি চালানোর জন্য ৯৫ জন আহত হয়েছিলেন। আবার চলতি বছরে নববর্ষ উদ্‌যাপনের সময় গুলি লেগে ৪২ জনের মৃত্যু হয়েছিল।

ঘটনার তদন্ত শুরু করেছে করাচি পুলিশ। পুলিশ জানিয়েছে, কে বা কারা এই ঘটনার নেপথ্যে জড়িত, তাঁদের খোঁজ চলছে। বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে অভিযুক্তদের ধরা হচ্ছে। এখনও পর্যন্ত ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের আশ্বাস দিয়েছে পুলিশ।

আরও পড়ুন : আধার কার্ড নাগরিকত্ব প্রমানের ডকুমেন্টস নয় – জানিয়ে দিলো সুপ্রিম কোর্ট

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন