শেষ যাত্রায় জনতার ঢল, সামরিক মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন শহীদ জওয়ান পলাশের

By Bangla News Dunia Dinesh

Published on:

বহরমপুর: শনিবার রাতে হরিহরপাড়ায় পৌঁছালো কাশ্মীরে শহীদ ভারতীয় জওয়ান পলাশ ঘোষের কফিনবন্দি দেহ। দেহ পৌঁছাতেই কান্নায় ভেঙে পড়ে গোটা পরিবার। শহীদ জওয়ান পলাশকে শেষ শ্রদ্ধা জানাতে বাড়িতে ভিড় জমান কাতারে কাতারে মানুষ। সেখানে উপস্থিত হন হরিহরপাড়ার বিধায়ক নিয়ামত শেখও। এদিন মধ্যরাতে সামরিক মর্যাদায় শহীদের শেষকৃত্য সম্পন্ন হয়।

এদিন রাতে ভারতীয় সেনার গাড়িতে শহীদ পলাশ ঘোষের কফিনবন্দি মরদেহ পৌঁছায় হরিহরপাড়ায়। সেখানে জওয়ানরা গান স্যালুটের মাধ্যমে শ্রদ্ধা জ্ঞাপন করেন। শ্রদ্ধা জানান অগনিত মানুষ। এরপর সেখান থেকে সেনাবাহিনীর গাড়িতে শহীদের দেহ বহরমপুর গোরাবাজার শ্মশান ঘাটে নিয়ে আসা হয়। তারপরে যাবতীয় পারলৌকিক নিয়ম রীতি মেনে শেষকৃত্য সম্পন্ন হয়।

রবিবার শহীদ পলাশের বাবা প্রশান্ত ঘোষ কে ফোন করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তিনি পলাশের পরিবারের প্রতি শোক জ্ঞাপন করে বলেন,”পলাশ দেশের মানুষের জন্য শহীদ হয়েছে। পলাশ আমাদের দেশের গর্ব। আমরা শহীদের পরিবারের পাশে আছি সব সময়।”

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন