শ্রমশ্রী প্রকল্পে আবেদন করলেই পাবেন 5000 টাকা ! বাড়ি বসে মোবাইল দিয়ে অ্যাপ্লিকেশন করুন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

পশ্চিমবঙ্গ সরকার সম্প্রতি চালু করেছেন শ্রমশ্রী প্রকল্প (Shramashree Scheme). যে প্রকল্পে আবেদন করলে পাবেন ৫০০০ টাকা। এছাড়াও থাকছে নানান ধরনের সুযোগ-সুবিধা। আসলে রাজ্য সরকার সাধারণ মানুষের স্বার্থে এতদিন নানান ধরনের প্রকল্প নির্মাণ করেছেন। আর এই প্রকল্পটি ডিজাইন করা হয়েছে রাজ্যের পরিযায়ী শ্রমিকদের জন্য। মোবাইল দিয়ে এই প্রকল্পের অ্যাপ্লিকেশন করতে হলে কোন কোন স্টেপ মানতে হবে? আসুন দেখে নেওয়া যাক।

West Bengal Shramashee Scheme 2025

রাজ্যের পরিযায়ী শ্রমিকদের (Migrant Workers) জন্য পশ্চিমবঙ্গ সরকার সম্প্রতি চালু করেছে শ্রমশ্রী প্রকল্প (Shramashree Scheme). এই বিশেষ প্রকল্পের মাধ্যমে যারা ঘরে ফেরা পরিযায়ী শ্রমিক, তাঁদের নানা ভাবে সাহায্য করা হবে।

যেমন, তাঁদের আর্থিকভাবে সহায়তা করা হবে, দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ দেওয়া হবে, সহজ ঋণ সুবিধা আর তার সঙ্গে ছোট ব্যবসা শুরু করতেও প্রয়োজনীয় সাহায্য করা হবে তাঁদের। সরকারের ধারনা, এই প্রকল্পটি (Shramashree Scheme) সঠিকভাবে রূপায়ণ হলে লাখ লাখ পরিযায়ী শ্রমিকের জীবন বদলে যাবে।

Shramashree Scheme Benefits

পরিযায়ী শ্রমিকদের স্বার্থে রাজ্য সরকারের তরফ থেকে ঘোষিত প্রকল্পটির নাম হলো শ্রমশ্রী প্রকল্প (Shramashree Scheme). এই প্রকল্পের দ্বারা মূলত সেই সকল শ্রমিকরা উপকৃত হবেন যারা রাজ্যে ফিরে আসবেন। যাদের মা-বাবার ভোটার কার্ড ও আধার কার্ড পশ্চিমবঙ্গ থেকে ইস্যু তাঁদের সুবিধা দেওয়া হবে। এই প্রকল্পের (Government Scheme) দ্বারা শ্রমিকরা পাঁচ হাজার টাকা করে পাবেন।

  • সরকারের তরফে প্রচেষ্টা করা হবে শ্রমিকদের অবস্থার উন্নতিতে সমস্ত রকম ভাবে সাহায্য করা।
  • তাঁদের সরকারি ভাতা দেওয়া হবে।
  • তাঁদের জন্য কর্মসংস্থান বৃদ্ধি করার চেষ্টা করা হবে।
  • যারা বাংলায় ফিরে আসবেন সে সকল পরিযায়ী শ্রমিকদের যোগ্যতার ভিত্তিতে ট্রেনিং দেওয়ার ব্যবস্থাও করা হবে বলে জানা যাচ্ছে।
  • এছাড়াও শ্রমিকদের সন্তানেরা স্কুলে ভর্তি ও বিভিন্ন ধরনের স্কলারশিপে সুবিধা পাবেন।
  • শ্রমিকদের স্বাস্থ্য ও সামাজিক দিক থেকেও সুবিধা দেওয়া হবে।

Shramashree Scheme Application 2025

আপনি বাড়িতে বসেই মোবাইলের মাধ্যমে এই প্রকল্পে আবেদন জমা করতে পারবেন। কিভাবে আবেদন জানাবেন? স্টেপ বাই স্টেপ জেনে নিন।

  • প্রথম ধাপ: আপনি যদি মোবাইল দিয়ে শ্রমশ্রী প্রকল্পের আবেদন করতে চান, তাহলে প্রথমেই আপনাকে শ্রমশ্রী অ্যাপটি ডাউনলোড করে নিতে হবে।
  • দ্বিতীয় ধাপ: সংশ্লিষ্ট অ্যাপটি ইনস্টল করার পর মোবাইল স্ক্রিনে দেখতে পাবেন দুটি অপশন। একটি হল লগইন আর অন্যটি হলো রেজিস্টার।
  • তৃতীয় ধাপ: আবেদন জানানোর জন্য আপনার নাম আগের থেকে নথিভুক্ত থাকতে হবে কর্মসাথী পোর্টালে।
  • এবার আপনার প্রাপ্ত ইউজার আইডি বা ফোন নম্বর দিয়ে “Generate OTP” অপশনে ক্লিক করুন।
  • এরপর আপনার ফোনে চলে আসবে ওটিপি। সেটি নির্দিষ্ট জায়গায় লিখতে হবে। তারপর ক্লিক করতে হবে ‘Validate OTP’ অপশনে।
  • এরপর রেজিস্টার অপশনে ক্লিক করুন।
  • আপনার ফোন নম্বর উল্লেখ করে একবার ওটিপি দিয়ে যাচাই করে নিন। পরবর্তী ধাপে এগিয়ে যান।
  • আপনার থেকে যে সমস্ত তথ্য চাওয়া হয়েছে সেগুলি আপলোড করুন, সব নথি জমা করুন।
  • আপনার আবেদন সাবমিট করে দিন।

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন