Bangla News Dunia , পল্লব চক্রবর্তী : সপ্তাহের প্রতিটি দিনই কোনও না কোনও দেবতার পূজার জন্য। সোমবার মহাদেবের দিন বলে মনে করা হয়। মহাদেবকে সন্তুষ্ট রাখতে পারলে মনের সব কামনা বাসনা পূর্ণ হওয়া সম্ভব। আজ এই বছর শ্রাবণ মাসের শেষ সোমবার। শিবভক্তদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। জেনে নিন শিবকে তুষ্ট করতে সোমবার কী কী করবেন।
শিবপুজো করলে মনের সব দুঃখ কষ্ট দূর হয়ে যায় বলে ভক্তদের বিশ্বাস। শিবের পুজো করার জন্য সবচেয়ে শুভ দিন সোমবারকে মনে করা হয়। সোমবার সকল নিষ্ঠা ও ভক্তি ভরে যিনি শিব পুজো করেন, তাঁর মনের সব ইচ্ছে পূরণ হয় বলে প্রচলিত বিশ্বাস।
সঠিক ভাবে শিবপুজো করলে শুধু সৌভাগ্য আমাদের কাছে ধরা দেয় ফলে আমরা মনের মতো জীবনসঙ্গী খুঁজে পাই এবং কর্মক্ষেত্রেও উন্নতি করতে পারি। সোমবার ভক্তদের শিব মন্দিরে যাওয়া উচিত। সকালে ঘুম থেকে উঠে স্নান সেরে শিব মন্দিরে গিয়ে মহাদেবের আরাধনা করুন। দুধ ও মধু দিয়ে শিবলিঙ্গের অভিষেক করুন। এমনটা করলে জীবিকা সংক্রান্ত যাবতীয় সমস্যা দূর হয়। আপনি চাকরি করুন বা ব্যবসা, কর্মক্ষেত্রের সকল বাধা দূর হয় শুদ্ধ মনে মহাদেবের উপাসনা করলে।
গঙ্গার জল দিয়ে শিবলিঙ্গের অভিষেক সম্পন্ন করুন। শিবলিঙ্গের গায়ে চন্দন লেপন করুন। চন্দন যেহেতু শীতল প্রকৃতির, তাই মনে করা হয় শিবলিঙ্গের গায়ে চন্দন লেপন করলে জীবনে শান্তিপূর্ণ হয় ও সুখ সমৃদ্ধিতে ভরে ওঠে। আপনাকে উচ্চারণ করতে হবে শিবপুজোর মন্ত্র ‘ওম মহাশিবায় সোমায় নমহ।’ শিবের মাথায় বেল পাতা অর্পণ করুন।
এরপর ফুল ও ফল দিয়ে শিবের পুজো করুন। তারপর মহাদেবের আরতি করুন। পুরোহিতের থেকে চরণামৃত নিয়ে পান করুন। পূর্ণ বিশ্বাস ও ভক্তি দিয়ে শিবের পুজো করুন। ফল অবশ্যই পাবেন।
আরও টিপস পেতে ফলো করুন আমাদের চ্যানেল