শ্রাবণ মাসে তৈরি হচ্ছে দুর্লভ যোগ ! শিবের কৃপায় ভাগ্য খুলবে ৫টি রাশির

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

shiv

Bangla News Dunia , জ্যোতিষ ভারতী শ্রী নীলাদ্রি মিশ্র :- ভগবান শিবের প্রিয় মাস শ্রাবণ। শিব ভক্তদের কাছে এই মাসের গুরুত্ব অসীম। শ্রাবণ মাসের সোমবারের বিশেষ মাহাত্ম্য স্বীকৃত। বাংলা পঞ্জিকা অনুযায়ী ১৮ জুলাই থেকে শ্রাবণ মাস শুরু হচ্ছে। যা শেষ হবে ১৮ অগাস্ট। চলতি বছর চারটি সোমবার পাওয়া যাবে। জ্যোতিষ মতে এ বারের শ্রাবণ মাসে ১৯ বছর পর এমন দুর্লভ সংযোগ তৈরি হয়েছে। যার ফলে সমস্ত রাশির জীবনে কোনও না-কোনও প্রভাব পড়বে। এ বছর শ্রাবণ মাস কিছু রাশির জীবনে আনন্দ আনছে, চলুন বিস্তারিত জেনে নিন।

আরো পড়ুন :- অম্বুবাচীতে করবেন না বেশ কিছু কাজ, না হলে পড়বেন বিপদে

১. জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী শ্রাবণ মাসটি মেষ রাশির জন্য অত্যন্ত শুভ প্রমাণিত হবে। কাজে সাফল্য লাভ করবেন। পাশাপাশি আপনাদের আয় বাড়তে পারে। আর্থিক পরিস্থিতি উন্নত হবে। পারস্পরিক সম্পর্ক মজবুত হবে। ব্যবসায় উন্নতির সম্ভাবনা থাকছে।

 

niladri-misra

 

২. মিথুন রাশির ওপর ভোলানাথের আশীর্বাদ থাকবে। জ্যোতিষ শাস্ত্র বলছে এ সময়ে আপনারা আকস্মিক ধন লাভ করতে পারেন। আবার আপনাদের আটকে থাকা টাকাও ফিরে পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। আয় বৃদ্ধির যোগ রয়েছে। আপনাদের পদ-প্রতিষ্ঠা বাড়তে পারে। আপনারা সন্তুষ্ট হবেন এবং মন প্রসন্ন থাকবে।

৩. শ্রাবণ মাসে সিংহ রাশি বিশেষ লাভ অর্জন করতে পারেন। পুরনো সমস্যা থেকে মুক্তি পাবেন। আবার সিংহ রাশির আয়ের উৎস বৃদ্ধি পাবে। ব্যবসায়ীরা এ সময়ে মুনাফা লাভ করতে পারেন। অফিসে সহকর্মীদের সাহায্য পাবেন।

৪. জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী বৃশ্চিক রাশি শ্রাবণ মাসে বড়সড় স্বস্তি পাবেন। আপনাদের পুরনো সমস্যা দূর হবে। আবার ভেস্তে যাওয়া কাজও সম্পন্ন হতে শুরু করবে। লগ্নির জন্য এই সময়টি খুব ভালো। সম্পত্তি বা গাড়ি কিনতে পারেন আপনারা।

৫. শ্রাবণ মাসে ধনু রাশি বড়সড় সাফল্য পেতে চলেছেন। বিভিন্ন ক্ষেত্রে লাভ অর্জন করবেন। আবার কেরিয়ারের জন্যও সময় খুব ভালো। কেরিয়ারে উন্নতি ও মান-সম্মান লাভের প্রবল সম্ভাবনা রয়েছে। ভালো ফলাফল পেয়ে জীবনে এগিয়ে যেতে পারেন।

আরো পড়ুন :- একত্রে গোচর করছেন শনি ও সূর্য ! ভাগ্য খুলবে ৩টি রাশির

আরো পড়ুন :- বাস্তু মতে ঘুমনোর সময় মাথার কাছে রাখুন কিছু জিনিষ, বদলে যাবে আপনার জীবন

আরো পড়ুন :- দাম্পত্য অশান্তিতে জর্জরিত ? দাম্পত্য অশান্তি দূর করুন খুব সহজে

জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন

————————————————————————

জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র

বাস্তু , বিবাহ , ব্যবসা , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , চাকরি , প্রেম , কালসর্প দোষ , গ্রহণ দোষ , শনির সাড়েসাতি যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন।

চেম্বার – কোলকাতা , ব্যারাকপুর , খড়গপুর , হলদিয়া , মহিষাদল , ডেবরা , মেদিনীপুর

ফোন – 7384311482 , 7908533644 , 9933929211 , 6291733349 ( অনলাইন এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয়)

 

 

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন