Bangla News Dunia , জ্যোতিষ ভারতী শ্রী নীলাদ্রি মিশ্র :- শুরু হতে চলেছে শ্রাবণ মাস। এই সময়ে করা শুভ কাজে দ্বিগুণ ফল পাবেন। প্রতি সোমবার উপবাসের পাশাপাশি নিয়ম মেনে শিবের পুজো করা উচিত। বাস্তুশাস্ত্র এবং জ্যোতিষ শাস্ত্রেও শ্রাবণ মাস সম্পর্কে কিছু বিশেষ ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছে। এই মাসে বিশেষ কিছু গাছ লাগানোর গুরুত্ব রয়েছে। শ্রাবণ মাসে ভগবান শিবের প্রিয় গাছ বাড়িতে লাগালে ধন লাভ হয়। জানুন সেই গাছ গুলি সম্পর্কে —-
আরো পড়ুন :- তৈরি হচ্ছে মঙ্গল এবং শুক্রের যুতির ! ভাগ্য খুলবে বেশ কিছু রাশির
১. বেলপত্র ভগবান শিবের খুব প্রিয়। শিবলিঙ্গে অবশ্যই বেলপত্র নিবেদন করা হয়। বাস্তুশাস্ত্র অনুসারে বাড়িতে বেল গাছ ও বেল পত্রের উপস্থিতি বাস্তু দোষ নাশ করে।
২. শ্রাবণ মাসে যে কোনও বাড়িতে শমী গাছ লাগাতে পারেন। এর মাধ্যমে শিবের পাশাপাশি শনিদেবের কৃপাও পাওয়া যায়। এতে করে জীবনের সব সমস্যার অবসান হয়। ঘরে সুখ-সমৃদ্ধি আসে।
৩. এই মাসে প্রতিদিন একটি অশ্বত্থ গাছে জল দিলেও অনেক পুণ্য লাভ হয়। সেই সঙ্গে প্রতি শনিবার সন্ধ্যায় অশ্বত্থ গাছের নিচে সরিষার তেলের প্রদীপ জ্বালাতে হবে।
৪. ভগবান শিবকে তুলসী নিবেদন করা নিষিদ্ধ। তবে শ্রাবণ মাসে ঘরে তুলসী গাছ লাগানো খুবই শুভ। এর পাশাপাশি প্রতিদিন তুলসী পুজো করাও খুব শুভ।
৫. কলা গাছের পুজো করলে ভগবান বিষ্ণু প্রসন্ন হন। শ্রাবণ মাসের যে কোনও একাদশীতে বাড়িতে একটি কলা গাছ লাগান। এর পুজো করুন।
আরো পড়ুন :- নক্ষত্র পরিবর্তন করেছেন দেব গুরু ! ভাগ্য খুলবে বেশ কিছু রাশির
আরো পড়ুন :- একত্রে গোচর করছেন শনি ও সূর্য ! ভাগ্য খুলবে ৩টি রাশির
আরো পড়ুন :- বাস্তু মতে ঘুমনোর সময় মাথার কাছে রাখুন কিছু জিনিষ, বদলে যাবে আপনার জীবন
আরো পড়ুন :- দাম্পত্য অশান্তিতে জর্জরিত ? দাম্পত্য অশান্তি দূর করুন খুব সহজে
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
————————————————————————
জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র
বাস্তু , বিবাহ , ব্যবসা , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , চাকরি , প্রেম , কালসর্প দোষ , গ্রহণ দোষ , শনির সাড়েসাতি যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন।
চেম্বার – কোলকাতা , ব্যারাকপুর , খড়গপুর , হলদিয়া , মহিষাদল , ডেবরা , মেদিনীপুর
ফোন – 7384311482 , 7908533644 , 9933929211 , 6291733349 ( অনলাইন এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয়)