Bangla News Dunia , জ্যোতিষ ভারতী শ্রী নীলাদ্রি মিশ্র :- সারা বছর শিব পুজো করা হলেও , শ্রাবণ মাসে মহাদেবের বিশেষ পুজো করার প্রচলন রয়েছে। এই সময়ে শিবের পুজো করলে বিশেষ ফল পাওয়া যায়। তবে শিবের আরাধনার পাশাপাশি কিছু নিয়ম মেনে চললেও উপকার পাওয়া যায়।
শিবের পূজায় কর্পূরের ব্যবহার অত্যন্ত ফলদায়ক। এতে জীবনে সুখ-সমৃদ্ধি আসে এবং সকল সমস্যা দূর হয়। জেনে নিন, শ্রাবণ মাসে কীভাবে কর্পূরের ব্যবহার করে মহাদেবের পুজো করবেন —
আরো পড়ুন :- পুষ্য নক্ষত্রে প্রবেশ করছেন সূর্য ! ভাগ্য ফিরবে বেশ কিছু রাশির
১. আরতি: পুজোয় আরতির সময়ে কর্পূর ব্যবহার করুন শ্রাবণের সোমবার গুলিতে। আরতির সময় কর্পূর ব্যবহার করুন।
২. ফটকের কাছে কর্পূর: প্রধান দরজায় কর্পূর রাখুন। মনে করা হয় শ্রাবণ মাসের সোমবারে বাড়ির প্রধান দরজায় কর্পূর ও ঘিয়ের প্রদীপ জ্বালালে ঘরে সুখ, সমৃদ্ধি ফিরে আসে।
৩. সনাতন ধর্মে কর্পূর এবং চাল ব্যবহার অত্যন্ত শুভ বলে মনে করা হয়। শ্রাবণের পুজোয় কর্পূর ও চাল ব্যবহার করলে মহাদেবের আশীর্বাদ পাওয়া যায়। এক মুঠো চাল নিয়ে তাতে কর্পূরের ছোটো টুকরো মিশিয়ে নিন। বাড়ির প্রধান দরজার বাম দিকে এই চাল ও এক টুকরো কর্পূর রাখুন।
৪. মহাদেবকে কর্পূর নিবেদন করলে তিনি প্রসন্ন হন। শ্রাবণ মাসে শিবলিঙ্গে কর্পূর অর্পণ করুন বা কর্পূর জলে মিশিয়ে মহাদেবের জলাভিষেক করুন।
৫. মহাদেবের পুজোর সময় এক টুকরো কর্পূর নিবেদন করুন। তারপর এই কর্পূর আপনার পার্সে ( মানি ব্যাগ ) রাখুন। এতে আর্থিক অবস্থা ঠিক থাকবে।
আরো পড়ুন :- শুরু হয়েছে “পুরুষোত্তম মাস” ! জীবনে সাফল্য পেতে মেনে চলুন কিছু টিপস
আরো পড়ুন :- বছরের শেষ ছয় মাস ভাগ্য খুলবে বেশ কিছু রাশির ! দেখুন রাশি অনুযায়ী তথ্য
আরো পড়ুন :- বাস্তু মতে ঘুমনোর সময় মাথার কাছে রাখুন কিছু জিনিষ, বদলে যাবে আপনার জীবন
আরো পড়ুন :- দাম্পত্য অশান্তিতে জর্জরিত ? দাম্পত্য অশান্তি দূর করুন খুব সহজে
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
————————————————————————
জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র
বাস্তু , বিবাহ , ব্যবসা , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , চাকরি , প্রেম , কালসর্প দোষ , গ্রহণ দোষ , শনির সাড়েসাতি যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন।
চেম্বার – কোলকাতা , ব্যারাকপুর , খড়গপুর , হলদিয়া , মহিষাদল , ডেবরা , মেদিনীপুর
ফোন – 7384311482 , 7908533644 , 9933929211 , 6291733349 ( অনলাইন এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয়)