শ্রাবণ মাসে রাশি অনুযায়ী নিয়ম মেনে করুন শিবের পুজো ! জীবনে সাফল্য আসবে

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- শ্রাবণ মাসে রাশি অনুযায়ী নিয়ম মেনে শিবের পুজো করলে নানান দোষ করার পাশাপাশি সুখ-সমৃদ্ধিও লাভ করা যায়। রাশি অনুযায়ী শ্রাবণ মাসে কী ভাবে শিবের পুজো করবেন,

জেনে নিন এক নজরে —–

১. মেষ রাশির অধিপতি মঙ্গল এবং লাল রঙকে শুভ মনে করা হয়। লাল চন্দন ও লাল ফুল শিবকে অর্পণ করলে পুণ্য ফল লাভ করতে পারেন। নাগশ্বরায় নমঃ মন্ত্র জপ করলে মনোস্কামনা পূর্ণ হয়।

২. শুক্র বৃষ রাশির অধিপতি। সাদা রঙ রাশির জন্য শুভ। চামেলির ফুল দিয়ে শিবের আরাধনা করুন বৃষ জাতকরা। শিব রুদ্রাষ্টক পাঠ করা উচিত।

avilo home

৩. মিথুন জাতকরা শিবকে ধুতুরা, ভাঙ অর্পণ করতে পারেন। শিবের পঞ্চাক্ষরী মন্ত্র ওম নমঃ শিবায় জপ করলে শুভ ফল লাভ করা যায়।

৪. কর্কট রাশির অধিপতি চন্দ্র। নিজের জটায় চন্দ্র ধারণ করেছেন শিব। দুধ দিয়ে শিবলিঙ্গের অভিষের করা উচিত কর্কট জাতকদের।

৫. সিংহ রাশির অধিপতি সূর্য। লাল রঙের ফুল দিয়ে এই রাশির জাতকরা শিবের পুজো করুন। সিংহ জাতকদের জন্য শিব চালিসা পাঠ লাভজনক প্রমাণিত হবে।

৬. বুধ কন্যা রাশির অধিপতি। বেলপাতা, ধুতুরা, ভাঙ ইত্যাদি শিবলিঙ্গে অর্পণ করা উচিত। শিব পঞ্চাক্ষরী মন্ত্র জপ করুন।

৭. তুলা অধিপতি শুক্র। মিশ্রী যুক্ত দুধ দিয়ে শিবলিঙ্গের অভিষেক করা উচিত এই রাশির জাতকদের। শিব সহস্ত্রনাম জপ করুন।

৮. বৃশ্চিক রাশির অধিপতি গ্রহ মঙ্গল। শ্রাবণ মাসে গোলাপ ফুল ও বেলপাতার শিকড় দিয়ে শিবের পুজো করা উচিত। প্রতিদিন রুদ্রাষ্টক পাঠ করলে সৌভাগ্যশালী ফল লাভ করা যায়।

৯. বৃহস্পতিকে ধনু রাশির অধিপতি মনে করা হয়। হলুদ রঙ বৃহস্পতির প্রিয়। সকালে উঠে হলুদ ফুল দিয়ে শিবের পুজো করুন।

shivratri

১০ মকর রাশির অধিপতি শনি। ধুতুরা, ভাঙ, অষ্টগন্ধ দিয়ে শ্রাবণ মাসে শিব পুজো করুন। পুজোর সময় পার্বতী নাথায় নমঃ মন্ত্র জপ করা উচিত।

১১. কুম্ভ রাশির অধিপতিও শনি। আখের রস দিয়ে শিবলিঙ্গের অভিষেক করা উচিত এই রাশির জাতকদের। ধন লাভের জন্য শিবাষ্টক পাঠ করা উচিত।

১২. মীন রাশির অধিপতি গ্রহ বৃহস্পতি। পঞ্চামৃত, দুধ, দই এবং হলুদ ফুল শিবলিঙ্গে অর্পণ করুন মীন রাশির জাতকরা। ১০৮ বার নমঃ শিবায় মন্ত্র জপ করুন।

আরও খবর পেতে ফলো করুন আমাদের চ্যানেল 

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন