সংখ্যালঘু হিন্দুদের উপর লাগাতার নির্যাতন বাংলাদেশে ! মৌন মোদী সরকার

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

bangladesh hindu attack

Bangla News Dunia , পল্লব : মন্দিরে হামলা, প্রতিমা ভাঙচুরের পর এবার বাংলাদেশে আক্রমণ ঘটল বাউল আখড়ার উপর। বাংলাদেশের পশ্চিমাঞ্চলের জেলা চুয়াডাঙা সদরের বেলগাছি গ্রামে একটি বাউল আখড়ায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করল দুষ্কতীরা। আখড়াটি ফকির লালন শাহের অনুসারী মুনতাজ শাহের মাজার ও দরগা শরিফ নামে পরিচিত। রাজধানী ঢাকা সাড়ে তিনশো কিলোমিটার দূরের জেলা ও নদিয়া সীমান্ত সংলগ্ন।

আরও পড়ুন : ৫০০ বছর পর সিংহাসন অলংকৃত করবেন ভগবান রামচন্দ্র : যোগী

হামলার পর ওই আখড়া থেকে অনেক বাউল প্রাণভয়ে পালিয়ে গিয়েছেন। হামলার ঘটনায় বুধবার সকালে থানায় লিখিত অভিযোগ করা হলেও বিকেল পর্যন্ত কাউকে আটকের খবর পাওয়া যায়নি। লিখিত অভিযোগের বিষয়টি চুয়াডাঙা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুর রহমান নিশ্চিত করেছেন। অভিযোগে বলা হয়, মঙ্গলবার রাত সাড়ে ৮টার পর একদল দুষ্কৃতী ধারালো অস্ত্র-সহ বাউলদের গালিগালাজ করতে থাকে।

আরো পড়ুন :- আসলে কে ছিলেন গুমনামি বাবা ? রহস্যের অন্তরালে

আখড়ায় রক্ষিত দানবাক্স ভেঙে অন্তত ৫০ হাজার টাকা লুট করা হয়। বুধবার জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও সদর থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। চুয়াডাঙা জেলা শহর থেকে ২ কিলোমিটার দূরে মুসলিমপাড়া মাঠে এই আখড়াবাড়ির অবস্থান। মাজারটিতে প্রতি বছর ১ ফেব্রুয়ারি বাউল অনুসারীদের নিয়ে বাউল গানের আসরসহ সাধু-ফকিরদের মিলনমেলা অনুষ্ঠিত হয়।

আখড়াবাড়ির সভাপতি শাহ আবদুর হামলাকারীদের নাম বলতে পারেননি। তিনি জানিয়েছেন, দুষ্কৃতীদের কাউকে চেনা গিয়েছে, কাউকে চেনা যায়নি। তবে হামলাটি পূর্বপরিকল্পিত হতে পারে উল্লেখ করে তিনি বলেন, ”বাউলদের সমাজ থেকে উচ্ছেদ করতেই এ ধরনের অপতৎপরতা।” এই জেলায় একাধিকবার এ ধরনের কাণ্ড ঘটেছে।

আরো পড়ুন :- শিল্পে লগ্নি টানায় প্রথম দশেও নেই বাংলা ! মাথায় হাত মুখ্যমন্ত্রীর

বিশেষ দ্রষ্টব্য :- ” আমাদের কাছে আপনার ও আপনার সময়ের দাম রয়েছে , তাই আমরা আমাদের লাভের জন্য অযথা খবর বড় করি না , আমরা দিয়ে থাকি আপনাদের পয়েন্টের খবর। যাতে আপনার সময় নষ্ট না হয়। আমাদের এই শর্ট নিউজ আপনাদের কেমন লাগছে তা নিচে কমেন্টে জানান। যদি এই রকম শর্ট নিউজ আরো বেশি করে দেখতে চান তবে like করুন ও কমেন্টে YES লেখে আমাদের জানান। আর অবশই আমাদের পাশে থাকতে আমাদের চ্যানেল ফলো করুন।” ‘ধন্যবাদ’

এই রকম আরো খবর পেতে দয়া করে আমাদের চ্যানেল ফলো করুন

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন