সংঘর্ষবিরতি নিয়ে ফের আলোচনায় বসছে রাশিয়া-ইউক্রেন, থামবে কি যুদ্ধ ?

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab : বুধবার অর্থাৎ আজ সংঘর্ষবিরতি নিয়ে ফের আলোচনায় বসছে রাশিয়া ও ইউক্রেন। মঙ্গলবার এমনই জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তুরস্কের ইস্তানবুলে এই আলোচনা হবে।

আরও পড়ুন : ভারতীয় পাসপোর্ট অনলাইন আবেদন 2025 – সম্পূর্ণ গাইড বাংলায়

২০২২ সালের ফেব্রুয়ারি থেকে যুদ্ধ চলছে। খারকিভ, ডনবাস সহ ইউক্রেনের একাধিক জায়গায় এখনও হামলা চালাচ্ছে রুশ সেনা। পালটা জবাব দিচ্ছে জেলেনস্কির বাহিনীও। এই পরিস্থিতিতে সংঘর্ষবিরতি নিয়ে নতুন করে করে আলোচনায় বসতে চলেছে দুই দেশ। জেলেনস্কি জানিয়েছেন, বুধবার তুরস্কের ইস্তানবুলে মুখোমুখি হবেন দুই দেশের প্রতিনিধিরা। যদিও রাশিয়ার এক সংবাদমাধ্যম জানিয়েছে, বৃহস্পতিবার এই আলোচনা শুরু হবে।

মাঝে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা হলেও তা লঙ্ঘন করে রাশিয়া হামলা চালিয়েছে বলে অভিযোগ। সম্প্রতি ইউক্রেনের শহরগুলোতে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয়বার ক্ষমতায় এসে এই যুদ্ধ থামাতে তৎপর হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। একাধিকবার এবিষয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তাঁর ফোনে কথা হয়েছে। হয়েছে আধিকারিক পর্যায়ের বৈঠকও। কিন্তু যুদ্ধ থামেনি।

হতাশা প্রকাশ করে ট্রাম্প জানিয়েছিলেন, পুতিনের আচরণে তিনি হতাশ। ৫০ দিনের মধ্যে যুদ্ধবিরতি না হলে রাশিয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। এমন পরিস্থিতিতে বুধবার নতুন করে শান্তি আলোচনায় বসছে রাশিয়া ও ইউক্রেন। মস্কো অবশ্য এনিয়ে এখনও কোনও মন্তব্য করেনি।

তুরস্ক সরকারের এক মুখপাত্র আন্তর্জাতিক সংবাদ সংস্থাকে বলেছেন, ‘বুধবার ইস্তানবুলে আলোচনা হবে। মে ও জুন মাসের বৈঠকগুলোও একই জায়গায় হয়েছিল। তবে ওই সব আলোচনায় যুদ্ধবিরতির বিষয়ে সমঝোতা হয়নি।’ অন্যদিকে, ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ মঙ্গলবার সাংবাদিকদের বলেছেন, ‘দুই পক্ষ সম্পূর্ণ বিপরীত অবস্থানে আছে এবং এখনও অনেক কূটনৈতিক আলোচনা বাকি।’ আলোচনার টেবিলে মিলবে কি সমাধান সূত্র? থামবে কি তিন বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধ? সেদিকেই নজর বিশ্বের।

 

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন