সংঘর্ষ বিরতি হতেই হু-হু করে বাড়ল এই শেয়ারগুলি, বিনিয়োগের আগে জেনে নিন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- সপ্তাহের প্রথম দিনেই ঘুরে দাঁড়াল শেয়ার বাজার। ভারত-পাকিস্তান সংঘর্ষ বিরতির ঘোষণার পর, সোমবার সকালে বাজার খুলতেই সেনসেক্স ৮১,০০০-র উপরে উঠে গেল। শুক্রবার শেয়ার সূচকে হুড়মুড়িয়ে নেমেছিল। তার ২ দিনের মধ্যেই সেনসেক্স এবং নিফ্‌টি চড়চড়িয়ে উঠতে শুরু করায় হাসি ফুটেছে বিনিয়োগকারীদের মুখে।

বম্বে স্টক এক্সচেঞ্জের ৩০ শেয়ারের ইনডেক্স সেনসেক্স খোলার সঙ্গে সঙ্গেই ১৭০০ পয়েন্টের বেশি বেড়ে যায়। অন্যদিকে, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের নিফ্‌টি ৫৫০ পয়েন্ট বেড়ে শুরু হয়।

শুক্রবার বড় ধাক্কা
গত সপ্তাহের শেষ দুই দিন ভারতের শেয়ার বাজার নিম্নমুখী ছিল। শুক্রবার সেনসেক্স ৮০,৩৩৪.৮১ থেকে নেমে ৭৮,৯৬৮ স্তরে ওপেন হয়। সারা দিন রেড জোনে ট্রেড করে। মার্কেট ক্লোজের সময় নিম্নমুখী গ্রাফ কিছুটা কমলেও শেষ পর্যন্ত সেনসেক্স ৮৮০.৩৪ পয়েন্ট বা ১.১০% কমে ৭৯,৪৫৪.৪৭-এ বন্ধ হয়। একইভাবে, নিফ্‌টি ২৬৫.৮০ পয়েন্ট বা ১.১০% পতনের সঙ্গে ২৪,০০৮ স্তরে ক্লোজ করে।

ভারত-পাক সংঘর্ষ বিরতির পর ভাল ইঙ্গিত?
ইন্দো-পাক যুদ্ধবিরতির পর বাজারের জন্য বিদেশ থেকে ভালো ইঙ্গিত আসতে শুরু করে, যার প্রভাব সোমবার দেখা গেছে। যদিও শুক্রবার মার্কিন শেয়ার বাজার মিশ্র অবস্থানে বন্ধ হয়েছিল, তবে সোমবার এশিয়ান বাজারে অধিকাংশ স্টক উর্ধ্বমুখী ছিল। গিফট নিফ্‌টি খোলার পরই ৫২৫ পয়েন্ট লাফিয়ে ২৪,৬১০-এ পৌঁছে যায়।

বড় কোম্পানির শেয়ার
ভারতের সবচেয়ে বেশি মার্কেট ক্যাপের সংস্থা রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের শেয়ার ৩.১৪% বেড়ে দাঁড়ায় ₹১,৪২১। ₹৫৮,৫২৭.৯৪ কোটি যুক্ত হয় বিনিয়োগকারীদের ফান্ডে। সংস্থার মার্কেট ক্যাপ বেড়ে ₹১৯,২২,৯৬৪ কোটি হয়ে যায়। শুক্রবারই তা ছিল ₹১৮,৬৪,৪৩৬ কোটি।

এই তালিকায় দ্বিতীয় স্থানে আছে এইচডিএফসি ব্যাঙ্কের শেয়ার। এদিন তা ২.৯৭% বেড়ে দাঁড়ায় ₹১,৯৪৫.৩৫। এর ফলে সংস্থার মার্কেট ক্যাপে যুক্ত হয় ₹৪২,৯৮৬.১৫ কোটি। ভারতের আইটি জায়ান্ট টিসিএস ২.৫২% বেড়ে ₹৩,৫২৯-এ পৌঁছেছে। সংস্থার মার্কেট ক্যাপে যোগ হয় ₹২৮,৭৯৯.৯৭ কোটি।

সেনসেক্সের শীর্ষ ১০ বেশি মূলধনের সংস্থার মধ্যে ICICI ব্যাঙ্ক ₹২৯,০১৫.৩৫ কোটি বাড়িয়ে মোট মার্কেট ক্যাপ ₹১০ লক্ষ কোটি ছাড়িয়ে গিয়েছে (বর্তমানে ₹১০,১৯,০৩০.৬৮ কোটি)। ইনফোসিস, বাজাজ ফিনান্স এবং এসবিআই ₹১৩,০০০-₹১৯,০০০ কোটি বেড়েছে। এফএমসিজি জায়ান্ট ITC ও হিন্দুস্তান ইউনিলিভার ₹১০,০০০ কোটি করে বেড়েছে। ভারতী এয়ারটেলও ₹৮,৪০০ কোটি বেড়েছে।

শেয়ার বাজারে বিনিয়োগ করার সঠিক সময়?

এটাই কি শেয়ার বাজারে বিনিয়োগ করার সঠিক সময়? বিশ্লেষকদের মতে, যুদ্ধবিরতি এবং আন্তর্জাতিক বাজারে স্থিতিশীল পরিবেশ ফেরায় বাজার কিছুটা চাঙ্গা হয়েছে। তবে শুক্রবারই এই শেয়ারগুলি দ্রুত নিচে নেমেছিল। আর আজ সোমবারই সেগুলি ফের উর্ধ্বমুখী। ফলে আপাতত বাজার বেশ ‘ভোলাটাইল’ বলেই ধরে নেওয়া উচিত। ফলে হঠাৎ বড় অঙ্কের বিনিয়োগ না করে ধাপে ধাপে (SIP বা স্ট্যাগার্ড ইনভেস্টমেন্ট) বিনিয়োগ করাই বুদ্ধিমানের কাজ হবে।

বিশেষজ্ঞদের মতে, এই গোটা বিষয়টি এটাই প্রমাণ করে যে রাজনৈতিক স্থিতিশীলতা ও আন্তর্জাতিক পরিস্থিতি বাজারে সবচেয়ে বেশি প্রভাব ফেলে।

আরও পড়ুন:- ভূগর্ভস্থ জলস্তর বৃদ্ধিতে দারুন পদক্ষেপ কলকাতা পুরনিগমের, জানতে বিস্তারিত পড়ুন

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন