Bangla News Dunia, দীনেশ : দুই ভারতীয় নাগরিকের ফাঁসি সংযুক্ত আরব আমিরশাহিতে (UAE)। মৃতরা হলেন, মুহাম্মদ রিনাশ অরঙ্গিলোত্তু এবং মুরলীধরন পেরুমথাত্তা ভেলাপ্পিল। দু’জনই কেরলের (Kerala) বাসিন্দা। দুটি পৃথক খুনের মামলায় তাঁদের দোষী সাব্যস্ত করে সেখানকার আদালত।
২৮ ফেব্রুয়ারি তাঁদের ফাঁসির কথা ভারতীয় দূতাবাসকে জানানো হয়। বৃহস্পতিবার বিদেশ মন্ত্রকের তরফে বিষয়টি জানিয়ে বলা হয়েছে, সংযুক্ত আরব আমিরশাহির এক নাগরিককে খুনের মামলায় দোষী সাব্যস্ত হন রিনাশ। মুরলীধরন দোষী সাব্যস্ত হন এক ভারতীয়কেই খুনের মামলায়। উভয়েরই মৃত্যুদণ্ড হয়েছে সে দেশের আদালতে।
আরও পড়ুন : সুগার নিয়ন্ত্রণে রাখতে চান তাহলে ব্রেকফাস্টে রাখুন এই খাদ্য তালিকা
ফেব্রুয়ারি মাসে সংযুক্ত আরব আমিরশাহিতে ফাঁসি হয় উত্তরপ্রদেশের (Uttar Pradesh) তরুণী শাহজাদিরও। আবু ধাবিতে এক দম্পতির চার মাসের সন্তানকে দেখাশোনার দায়িত্ব ছিল তাঁর। কিন্তু শিশুটির হঠাৎ মৃত্যু হয়। এরপর ওই দম্পতি শাহজাদির বিরুদ্ধে গাফিলতির অভিযোগ করেন। আবু ধাবি পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। পরে সেখানকার আদালত ওই শিশুর মৃত্যুতে খুনের মামলায় দোষী সাব্যস্ত করে শাহজাদিকে ফাঁসির নির্দেশ দেয়। তাঁদের সকলকেই সবরকম আইনি সহায়তা দেওয়া হচ্ছিল ভারত সরকারের তরফে। এদিন ভারতী দৃতাবাস জানিয়েছে, ফাঁসির কথা ইতিমধ্যে তাঁদের পরিবারকে জানানো হয়েছে।
আরও পড়ুন : জন্ম সার্টিফিকেট অনলাইন আবেদন, চেক ও অনলাইন ডাউনলোড – সম্পূর্ণ পদ্ধতি দেখুন ?
আরো পড়ুন : বৃদ্ধ বয়সে ভালো থাকার উপায় !