‘সঠিক সিদ্ধান্ত…’, ভারতের উপর শুল্ক আরোপ নিয়ে ট্রাম্পকে সমর্থন জেলেনস্কির

By Bangla News Dunia Dinesh

Published on:

রাশিয়ার ( রাশিয়া ) সঙ্গে বাণিজ্যিক সম্পর্কে রয়েছে এমন একটি দেশের নাম নিষেধাজ্ঞা জানাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ( ডোনাল্ড ট্রাম্প )। সেইগুলি রয়েছে ভারতও৷ আর শক্তির চড়া হার হারল্ক আরো প্যারিফ ) এই সমর্থনে সমর্থন নিশ্চিত করুন ইউক্রেনের প্রার্থী ভলোদিমির জেলি ( Volodym Zelensky )।

বর্তমান এক মার্কিন সংবাদ মাধ্যমের সাক্ষাৎকার দিয়েছিলেন জেলেনস্কি। সেখান তাঁকে চিনেন নরেন্দ্র মোদির সঙ্গে রুশ প্রকাশ ভব্লাদিমির পুতিনের সামনে প্রশ্ন করা হয়। তখন তিনি বলেন, ‘আমি মনে করি রাশিয়ার সাথে সমঝোতা করে দেশের তালিকার উপর শুক্লো আরো সময় নির্ধারণ করে সঠিক।’ একই শর্তে পণ্যের ওপর অতিরিক্ত চাপ প্রয়োগ করার নির্দেশনা

উল্লেখ্য, রাশিয়ার তেল থেকে কেনার জন্য শুল্কের উপর ৫০ শতাংশ শতাংশ চাপিয়েছে আমেরিকা। এই পদক্ষেপকে ‘অন্যায্য এবং অযৌক্তিক’ বলে অভিহিত করেছে ভারত। তবে এখনও জারি রয়েছে রাশিয়া থেকে তেল কেনা। আলমালের প্রাচীরও বারবার রাশিয়া ওক্রেনের যুদ্ধ থামানোর অনুরোধ ইউ ভারত। ইউক্রেনের সঙ্গে যথেষ্ট সম্পর্ক। কিন্তু তারপর আবার জেস্কের উপর শুক্ল্ক আরোপের এই মার্কিন সিদ্ধান্তকে সমর্থন করার জন্য তাৎপর্যপূর্ণ বলে মনে করে কূট নীতি মহল।

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন