Bangla News Dunia , পন্ডিত শ্রী সুশান্ত শাস্ত্রী :- বিশেষ রত্ন পান্নাকে নেহাতই অঙ্গের ভূষণ হিসেবে পরলেও জ্যোতিষ মতে এই পাথরটির উপকারিতা কম নয়। পান্না ধারণ করে নানা উপকার পাওয়া যায়। পান্না নবরত্নের অন্যতম রত্ন। বুধ গ্রহের প্রতিনিধিত্ব করে এই মূল্যবান পাথর। বুধ গ্রহ যোগাযোগ ব্যবস্থা এবং শিল্পক্ষেত্রের নিয়ন্ত্রক গ্রহ।
আরো পড়ুন :- শনিবার কিনবেন না বেশ কিছু জিনিষ, না হলে পড়বেন বিপদে
জন্মছকে বুধ শক্তিশালী হলে ব্যবসা, যোগাযোগ, বুদ্ধিমত্তা, শিক্ষা ভালো হয়। আমরা অনেকেই পান্না ধারণ করে থাকি। কিন্তু এই পাথরটি পরলে কী হয় জানেন ? পান্না ধারণ করলে মানুষের সঙ্গে যোগোযাগ রাখার দক্ষতা অনেক বেড়ে যায় এবং আত্মবিশ্বাস শিখরে পৌঁছয়। ছাত্র-ছাত্রীদের জন্যও পান্না ধারণ করা অত্যন্ত শুভ। জ্যোতিষবিদের সঙ্গে পরামর্শ করে সন্তানকে পান্না ধারণের জন্য দিতেই পারেন।
শ্বাসপ্রশ্বাসের সমস্যা এবং দুর্বল স্নায়ুতন্ত্রের অসুখে যারা ভুগছেন, তাঁদের জন্য পান্না ধারণা করা খুবই উপকারী। যে কোনও রকম নেশায় আচ্ছন্ন মানুষ পান্না ধারণ করলে নেশা থেকে বেরিয়ে এসে শক্তি সঞ্চয় করতে পারেন।
এছাড়া পান্না ধারণ করলে মনঃসংযোগের ক্ষমতা বাড়ে, পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটে। ছাত্র-ছাত্রীদের জন্য়ও পান্না অত্যন্ত উপযোগী। বড় পরীক্ষা দেওয়ার আগে পান্না ধারণ করার পরামর্শ দেওয়া হয়ে থাকে।
আরো পড়ুন :- জীবনের সমস্ত দুঃখ কষ্ট দূর করতে বজরংবলীকে খুশি করুন কিছু সহজ উপায়ে
এই পাথর বুধ গ্রহের প্রতিনিধি হওয়ায় সাধারণত যাঁদের বুধ দুর্বল, তাঁদেরই পান্না ধারণ করার পরামর্শ দেওয়া হয়। ঠিকমতো পান্না ধারণ করলে কেরিয়ারের প্রতি ফোকাস বাড়ে। যাঁরা ক্রমাগত জীবনে আর্থিক ক্ষতির মুখে পড়ছেন, তাঁদের জন্য পান্না উপকারী।
শিক্ষক, আর্কিটেক্ট, ডাক্তার, ব্যবসায়ীদের জন্য পান্না উপযোগী। যাঁদের চোখের সমস্যা আছে, তাঁরাও এই সবুজ রত্ন ধারণ করলে উপকার পাবেন। পাথরের কাট ও ক্যারাটের ওপর এর দাম নির্ভর করে। পান্না ধারণ করার আগে জ্যোতিষবিদের সঙ্গে পরামর্শ করে নিন।
আরো পড়ুন :– রাহু-কেতুর রাখাপ প্রভাব দূর করতে করুন এই কাজ
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
————————————————————————
পন্ডিত শ্রী সুশান্ত শাস্ত্রী
বিদ্যা , বিবাহ , প্রেম , ব্যবসা , চাকরি , সাংসারিক অশান্তি , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , বাস্তু , মামলা মকরদমা , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , শনির সাড়েসাতি , কালসর্প দোষ , গ্রহণ দোষ যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন। দীর্ঘ ২০ বছরের অভিজ্ঞতা সম্পন্ন। অনলাইনে সমস্ত সমস্যার সমাধান করা হয়। দক্ষিনা মাত্র ৪০০ (400) টাকা।
চেম্বার – দীর্ঘ ২০ বছর ধরে নিজ গৃহে সেবা করা হয়। ঠিকানা – চৌবেড়িয়া , নিমতলা , পশ্চিমপাড়া , উত্তর ২৪ পরগণা।
চেম্বার – দেবনাথ জুয়েলার্স, চাকদাহ বনগ্ৰাম রোড় নদীয়া, ভারতি শ্রীমা হলের বিপরীতে, প্রতি রবিবার বিকেলে 3 টা থেকে সন্ধ্যা 7 টা পর্যন্ত ।
ফোন – 9732789314 , 7407388282 ( What’s App ) ( প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সকলের সাথে সাক্ষাৎ করা হয় )