সন্তানের পড়াশুনায় মন বসছে না ? পালন করুন ছোট্ট টিপস

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী : বর্তমান জীবনে প্রতিযোগিতার মধ্যে দিয়ে এগিয়ে যেতে হয়। পড়াশোনা ও চাকরির ক্ষেত্রে তো বটেই। মা-বাবাই তাঁর সন্তানের পড়াশোনার কারণে চিন্তিত। কিছু কিছু বাচ্চা শত চেষ্টা সত্ত্বেও পড়াশোনায় মনোনিবেশ করতে পারে না। এমন পরিস্থিতিতে মা-বাবার চিন্তিত হওয়া স্বাভাবিক। এই সমস্যা সমাধানের উপায়ও জানানো রয়েছে বাস্তু শাস্ত্রে। বাস্তু মতে কিছু গাছ আছে যা বাচ্চাদের পড়ার ঘরে লাগালে উপকার পেতে পারেন। অক্সিজেনের প্রবাহ বৃদ্ধি পায় এবং ইতিবাচক পরিবেশ বজায় থাকে। বাচ্চাদের পড়াশোনায় মনোনিবেশ করতে সাহায্য করে। দেখুন একনজরে —-

১. বাড়ির ভিতরে ও বাইরে, দুই জায়গাতে লাগানো যেতে পারে এই গাছ। চামেলির ফুলের সুগন্ধ মনকে সন্তুষ্ট করে। বাচ্চাদের পড়াশোনার ঘরে এই ফুলের গাছ লাগালে অবসাদ দূর হয়ে মন শান্ত হয়। পড়াশোনায় মনোনিবেশ করতে পারবে।

২. সারা বছর ফুল ফোটে অর্কিড গাছে। বাস্তু ময়ে ফুলটি ইতিবাচক শক্তির প্রবাহ ঘটিয়ে থাকে। অর্কিডের রঙীন ফুল মন আনন্দে ভরে দেয়। তাই স্টাডি রুমে অর্কিডের চারা লাগালে তা বাচ্চাদের একাগ্রতা বাড়াতে সাহায্য করবে।

৩. ফেঙ্গ শুই বাস্তু মতে বাম্বু প্লান্টকে অত্যন্ত শুভ মনে করা হয়। বাড়িতে এই গাছ রাখলে ইতিবাচক শক্তির প্রবাহ বৃদ্ধি পায়। স্টাডি রুমে এই গাছ লাগালে বাচ্চারা ভালোভাবে পড়াশোনার মনোনিবেশ করতে পারবে। সহজেই বাড়তে পারে এই গাছ।

৪. খুব সহজেই বাড়িতে রাখা যায় এই গাছ। আবার এই গাছ খুব বেশি দেখাশোনার প্রয়োজনও হয় না। পিস লিলি প্লান্ট লাগাল পরিবেশ স্বচ্ছ হয়। বাচ্চাদের পড়ার ঘরে পিস লিলি প্লান্ট লাগালে উপকার পেতে পারেন।

এই সব বিষয় গুলি মেনে চলুন আর ভালো থাকুন।

আরও খবর পেতে ফলো করুন আমাদের চ্যানেল

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন