Bangla News Dunia , জ্যোতিষ ডঃ শুভঙ্কর আচার্য :- বাড়িতে যদি কোনও ভাবে বাস্তুদোষ না থাকে তা হলে সেই বাড়ির মানুষের জীবন থাকে সুখ সমৃদ্ধিতে ভরপুর। দুঃখ সেই বাড়ির মানুষদের সেই ভাবে ছুঁতে পারে না। কিন্তু বাড়িতে যদি বাস্তুদোষ থাকে তা হলে জীবনে আসতে পারে অত্যান্ত দুঃখ দুর্দশা । এ ছাড়া যদি সন্তানের ওপর কোনও বাধা আসে, তা হলে সেই জীবনে যন্ত্রণা আরও বেড়ে যায়। সেই কারণে সর্বপ্রথম যেটা দেখা প্রয়োজন যে বাড়িতে বাস্তুদোষ আছে কি না।
বাড়ির এক একটি কোণের বাস্তুদোষের ফলাফল এক এক রকম হয়ে থাকে। যেমন বাস্তুর উত্তর-পূর্ব কোণ দেখে সন্তানের বিচার করা হয়। যদি বাড়ির উত্তর-পূর্ব কোণে কোনও রকম বাস্তুদোষ থাকে তা হলে সন্তানদের ওপর নানা সমস্যা আসতে পারে।
আরো পড়ুন :- ব্যবসায় উন্নতি চান ? দেখুন জন্মছকে এই যোগ আছে কি না
বাড়ির উত্তর-পূর্ব কোনে ছোটখাটো কিছু পরিবর্তনের মাধ্যমে সন্তানকে সাফল্যের উচ্চ শিখরে পৌঁছে দেওয়া সম্ভব হতে পারে এবং সন্তানের জীবন থেকে বাধা বিপত্তি দূর করা যেতে পারে। চলুন দেখে নেওয়া যাক বাড়ির উত্তর – পূর্ব কোন কিভাবে সাজাবেন যাতে করে বাস্তু দোষ থেকে মুক্তি পাওয়া যায়।
১. প্রথমত এই দিকের দেওয়ালের রং সাদা হতে হবে।
২. বাড়ির এই দিকে জানালা থাকলে তাতে অবশ্যই সাদা রঙের পর্দা ঝোলাতে হবে।
৩. বাড়ির এই দিকে যদি কোনও আসবাবপত্র থাকে তাও সাদা রঙের রাখতে হবে।
৪. বাড়ির বাইরে এই দিকে টবে মাটি রেখে তাতে সাদা ফুলের গাছ লাগালে ভালো ফল পাবেন।
৫. বাড়ির এই দিকের দেওয়ালে সাদা রঙের কোনও ছবি লাগানো যেতে পারে।
৬. এক কথায় বাড়ির এই দিকের যা কিছু সব সাদা রঙের করতে হবে। এর ফলে বাড়ির সন্তানের জীবন হবে মসৃণ এবং সুখ সমৃদ্ধিময়।
আরো পড়ুন :- জীবনে চমকপ্রদ সফলতা পেতে চাইলে , হলুদের এই টোটকা ব্যবহার করুন
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
—————————————————————————
জ্যোতিষ ডঃ শুভঙ্কর আচার্য
কুষ্টি বিচার , বাস্তু , প্রেম , বিবাহ , শত্রুদমন , ভাগ্য বিচার , চাকরি , ব্যবসা , কালসর্প দোষ , গ্রহণ দোষ , শনির সাড়েসাতি , মাঙ্গলিক দোষ যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন।
চেম্বার – গড়িয়া , ধামুয়া , দমদম , মেচেদা , তারাপীঠ
ফোন – 9674648391 , 9831147880 ( অনলাইন এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয়)