Bangla News Dunia , জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র :- সন্তানের কাছে মা এমন এক জিনিস যার সাথে কোনো কিছুর তুলনা হয় না। আর প্রত্যেক সন্তানের কাছে মা হচ্ছেন পরমাত্মার আর এক রূপ অথাৎ ভগবানের এক রূপ। উপনিষদে বলা হয়েছে যে, মা যদি তাঁর সন্তানকে আশির্বাদ করেন তা হলে তা স্বয়ং পরমাত্মার আশীর্বাদ বলে মনে করা হয়ে থাকে।
আরো পড়ুন :- আপনি কি খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন ? তবে সাথে রাখুন এই তিনটি পাতা
সন্তান যদি কাছে নাও থাকে তবুও মা নিজের সন্তানের মঙ্গল কামনা করে যায়। মা তাঁর সন্তানের মঙ্গল কামনা যে কোনও জায়গা থেকেই করুন না কেন , তার ফল সমান হয় । তবে শাস্ত্রে এমন কিছু কাজ রয়েছে, যেগুলি যদি মা তাঁর সন্তানের জন্য করে থাকে , তা হলে সন্তানের মঙ্গল তো হবে বটেই , সেই সঙ্গে সন্তান থাকবে বিপদ মুক্ত। তবে চলুন এই নিয়ম গুলির সমন্ধে জেনে নেওয়া যাক।
১. এমন একটা খাবার নিন , যা সাত দিন হয়ে গেলেও যেন নষ্ট না হয়। যেমন – মিছরি , কাজু , কিসমিস যে কোনও খাবার নিতে পারেন। সেই খাবার আপনার ইষ্টদেবতার সামনে রেখে দিন। তার পর সন্তানের মঙ্গল কামনা করার সাথে সাথে ১১৮৮ বার গুরুমন্ত্র জপ করুন। গুরুমন্ত্র না থাকলে আপনার ইষ্টদেবতার নাম জপ করুন। এই কাজটি পর পর ৭ দিন করতে হবে। সাত দিন পর সেই প্রসাদী খাবার সন্তানকে খাইয়ে দিন।
২. একটা যে কোনও ধাতুর ঘট নিয়ে তাকে জলপূর্ণ করুন। তবে তামার বা পিতলের হলে ভালো। ষ্টীল এর ও নিতে পারেন অসুবিধা নেই। তার পর সেই জলপূর্ণ ঘট নিজের ইষ্টদেবতার সামনে রেখে ১০৮ বার ইষ্টমন্ত্র জানা থাকলে তা জপ করুন। সেই মন্ত্র না থাকলে ইষ্টদেবতার নাম জপ করুন এবং নিজের সন্তানের মঙ্গল কামনা করুন। তার পর সেই জল আপনার সন্তানকে খাইয়ে দিন। তবে অবশ্যই মনে রাখবেন যে , ঘটের সম্পূর্ণ জলই খেতে হবে।
আরো পড়ুন :- সন্ধ্যায় বাড়িতে ধুপ জ্বালানোর সময় এই কাজটি করুন , সংসারে আসবে উন্নতি
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
—————————————————————————
জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র
বাস্তু , বিবাহ , ব্যবসা , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , চাকরি , প্রেম , কালসর্প দোষ , গ্রহণ দোষ , শনির সাড়েসাতি যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন।
চেম্বার – মহিষাদল, হলদিয়া, ডেবরা , খড়গপুর, মেদিনীপুর, কোলকাতা
ফোন – 7908533644 , 9933929211 , 6291733349 ( অনলাইন এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয়)