Bangla News Dunia, Pallab : পহেলগাঁওয়ে জঙ্গি হামলার তীব্র নিন্দা জানাল মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, ফ্রান্স, ইজরায়েল সহ একাধিক দেশ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) ইতিমধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) ফোন করে সমবেদনা জানিয়েছেন। হামলার তীব্র নিন্দা করে সোশ্যাল মিডিয়ায় ট্রাম্প লেখেন, ‘সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ভারতের পাশে আছে মার্কিন যুক্তরাষ্ট্র। আমরা নিহতদের আত্মার শান্তি এবং আহতদের আরোগ্য কামনা করি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ভারতের জনগণের প্রতি আমাদের পূর্ণ সমর্থন এবং সহানুভূতি রয়েছে।’
আরও পড়ুন : বিদ্যুৎ বিল কমাতে সরকারের নতুন উদ্যোগ! কি সুবিধা হবে ? বিস্তারিত জেনে নিন
ঘটনার নিন্দা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুও। নেতানিয়াহু সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে লেখেন, ‘আমাদের চিন্তাভাবনা এবং প্রার্থনা ক্ষতিগ্রস্ত। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ইজরায়েল ভারতের পাশে আছে।’ অন্যদিকে, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি জানিয়েছেন, তিনি পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলায় গভীরভাবে শোকাহত। এর পাশাপাশি সৌদি আরব, ইতালি, ইজরায়েল, ইরান, শ্রীলঙ্কাও জঙ্গি হামলার নিন্দা করে ভারতের পাশে দাঁড়িয়েছে।
মঙ্গলবার জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গিদের গুলিতে অন্তত ২৮ জন পর্যটকের মৃত্যু হয়েছে বলে খবর। পর্যটকদের অনেকে জানান, সেনার পোশাকে এসে তাঁদের পরিচয় জানতে চেয়েছিল জঙ্গিরা। হিন্দু কিনা, তা জেনে নির্বিচারে গুলি করা হয়।
আরও পড়ুন : কিডনি স্টোন গলিয়ে বের করে দেবে এই পাতা, জানতে বিস্তারিত পড়ুন