Bangla News Dunia, দীনেশ :- গত ৩০ বছর ধরে জঙ্গিদের সমর্থন এবং প্রশিক্ষণ দিয়েছে ইসলামাবাদ। অবশেষে একথা স্বীকার করতে বাধ্য হল পাকিস্তান। পাকিস্তানের বিরুদ্ধে এই অভিযোগ দীর্ঘ বহু বছর ধরেই করে আসছে ভারত। এ বার সেই অভিযোগে সিলমোহর দিলেন পাকিস্তানের খোদ প্রতিরক্ষামন্ত্রী খাওয়াজা আসিফ। তিনি এক ব্রিটিশ সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে খাওয়াজা এই নিকৃষ্ট কাজের দায় চাপিয়েছেন আমেরিকা এবং পশ্চিমি বিশ্বের দেশগুলির উপর।
আরও পড়ুন:- এক এক করে জঙ্গিদের বাড়ি বোমায় উড়িয়ে দিচ্ছে নিরাপত্তা বাহিনী, জানতে বিস্তারিত পড়ুন
ব্রিটিশ সংবাদমাধ্যম ‘স্কাই নিউজ’কে দেওয়া একটি সাক্ষাৎকারে পাক প্রতিরক্ষামন্ত্রী খাওয়াজা আসিফ বলেন, “গত তিন দশক ধরে দেশের মাটিতে সন্ত্রাসবাদীদের আর্থিক সহায়তা করার পাশাপাশি প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এই কাজ করা হয়েছে আমেরিকা, ব্রিটেন-সহ পশ্চিমি বিশ্বের দেশগুলিকে শায়েস্তা করতে। জন্য এই ভুল কাজের জন্য পাকিস্তানকে ভুগতে হচ্ছে।”
আরও পড়ুন : ভারত VS পাকিস্তান, স্থল-জল-আকাশে কার কত ক্ষমতা ? বিস্তারিত জেনে নিন
পহেলগাঁওয়ে ঘটনায় দায় স্বীকার করেছে লস্কর-ই-তৈবার ‘ছায়া সংগঠন’ ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ (টিআরএফ)। গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গি হামলার ঘটনায় ভারতকেই দুষেছেন প্রতিরক্ষামন্ত্রী খাওয়াজা আসিফ। তাঁর দাবি, ভারত পাকিস্তান এবং গোটা অঞ্চলে সমস্যা তৈরি করতে চাইছে। এই জঙ্গি হামলার পিছনে লস্কর-ই তৈবার হাত রয়েছে বলে তাঁর জানা নেই। তিনি কোনও দিন টিআরএফ-এর নাম শোনেননি। পাক সরকার এই ঘটনার নিন্দা জানায়। তাঁর আরও দাবি, পাকিস্তান কয়েক দশক ধরে সন্ত্রাসবাদের শিকার। ভারত ‘সামরিক প্রত্যাঘাত’ করলে তার ফল দুই দেশের জন্যই ভয়াবহ হবে। তিনি বলেন, “দু’টি পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে সংঘাত বাধলে তা সব সময়েই ভয়ের কারণ।”
আরও পড়ুন:- সম্পূর্ণ বন্ধ বাণিজ্য! কত কোটির ক্ষতির মুখে প্রতিবেশী দেশ পাকিস্তান ? জেনে নিন
আরও পড়ুন:- পহেলগাঁওয়ে জঙ্গি হামলাকে সমর্থন, গ্রেফতার বিধায়ক । বিস্তারিত জানুন
আরও পড়ুন : বিদ্যুৎ বিল কমাতে সরকারের নতুন উদ্যোগ! কি সুবিধা হবে ? বিস্তারিত জেনে নিন