সন্ত্রাসবাদ রুখতে ইসলামাবাদের ভূমিকার প্রশংসায় ওয়াশিংটন !

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia , Pallab : সন্ত্রাসবাদ রুখতে ইসলামাবাদের ভূমিকার প্রশংসায় ওয়াশিংটন (US-Pakistan)! শুক্রবার ওয়াশিংটনে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী তথা বিদেশমন্ত্রী ইসহাক দারের (Ishaq Dar) সঙ্গে সাক্ষাৎ করেন মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিও (Marco Rubio)। জানা গিয়েছে, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার, বাণিজ্য সহযোগিতা এবং আঞ্চলিক নিরাপত্তা নিয়ে বিস্তৃত আলোচনা করেন দুই নেতা।

আরও পড়ুন : কীভাবে ডাউনলোড করবেন ২০০২ সালের ভোটার তালিকা ? দেখে নিন

সোশ্যাল মিডিয়ায় (Social Media) সেকথা উল্লেখ করে রুবিও জানান, তিনি সন্ত্রাসবাদ মোকাবিলা এবং আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় পাকিস্তানের অংশীদারিত্বের জন্য দারকে ধন্যবাদ জানান। পাশাপাশি দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ এবং খনিজ ও খনি খাতে সহযোগিতা আরও গভীর করার উপায় নিয়েও আলোচনা করেন তাঁরা।

জানা গিয়েছে, উভয়পক্ষই এই অগাস্টে ইসলামাবাদে অনুষ্ঠিত হতে চলা আমেরিকা-পাকিস্তান সন্ত্রাসবাদবিরোধী সংলাপের পরিকল্পনা নিয়েও আলোচনা করেছেন। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ইসহাক দার আট দিনের আমেরিকা সফরে আছেন।

আরও পড়ুন : হার্টের  সমস্যার ক্ষেত্রে সেরা হোমিওপ্যাথি চিকিৎসা !

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন