সন্ত্রাসী হামলার যোগ্য জবাব ইমরান হাশমির, ‘গ্রাউন্ড জিরো’ কেমন হলো জেনে নিন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওতে জঙ্গি হামলা নাড়িয়ে দিয়েছে দেশকে ৷ সেই আবহেই পর্দায় মুক্তি পেয়েছে কাশ্মীরে জওয়ানদের বীরত্বের লড়াই ‘গ্রাউন্ড জিরো’ ছবি ৷ 2001 সালে সালে সন্ত্রাসবাদী হামলা হয়েছিল সংসদ ভবনে ৷ সেই ঘটনা এবার রূপোলি পর্দায় ৷ মুখ্য চরিত্রে ইমরান হাশমি ৷ 25 এপ্রিল অনেক দর্শকই ফার্স্ট ডে ফার্স্ট শো দেখেছেন ৷ সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন মতামতও ৷ কী বলছেন তাঁরা, দেখে নেব এক্স রিভিউ ৷

এক্স হ্যান্ডেলে নেটিজেনদের রিভিউ

সিনেমার প্রচার যতই জোরদার হোক না কেন, তার ফলাফল নির্ভর করে শক্তিশালী চিত্রনাট্য ও অভিনয়ের ওপরেই ৷ তাই সিনেমায় তারকার সংখ্যা এক বা একাধিক যাই থাকুক না কেন গল্প কথা বলে ৷ যেমনটা ঘটেছে গ্রাউন্ড জিরো ছবির ক্ষেত্রেও ৷ পহেলগাঁও হামলার পর ছবি ঘিরে উত্তেজনা এই মুহূর্তে কম ৷ তবে বিশেষজ্ঞদের মতে, বক্সঅফিসে অবশ্যই সফল হবে ইমরানের এই ছবি ৷ ভারত-পাকিস্তান চিন্তার মধ্যেও দর্শকরা এই ছবি দেখতে হলমুখী হয়েছেন প্রথম দিন ৷

সিদ্ধার্থ কানন এক্স হ্যান্ডেলে ছবি দেখার পর লিখেছেন, “কাশ্মীরের বাস্তবতা ফুটে উঠেছে এই ছবিতে ৷ সত্যের গভীরে নিয়ে যাবে এই ছবি ৷ 50 বছরের ইতিহাসে একজন বিএসএফ জওয়ানের মিশন কীভাবে সফল হয়েছিল, তার সাক্ষী থাকবেন দর্শকরা ৷ আমার মনে হয় প্রত্যেক ভারতীয়র এই সিনেমা দেখা উচিত ৷”

আর এক নেটিজেন লেখেন, “জাস্ট গ্রাউন্ড জিরো দেখলাম ৷ কাশ্মীরের আসল সত্য এই ছবির ইউএসপি ৷ প্রত্যেক ভারতীয়কে এই সিনেমা নাড়িয়ে দেবে ৷” আবার কেউ লিখেছেন, “দিল্লিতে স্পেশাল স্ক্রিনিংয়ে দেখলাম গ্রাউন্ড জিরো ৷ ছবিটি সহ-প্রযোজনা করেছেন অভিষেক কুমার ৷ দেশপ্রেমের অন্যতম উদাহরণ এই সিনেমা ৷ কৃতি চক্র জয়ী এন এনডি দুবের জীবনী তুলে ধরা হয়েছে এখানে ৷ সকলের অবশ্যই দেখা উচিত ৷”

আর এক নেটিজেন সিনেমার দেখার পর লিখেছেন, “পরিচালক তেজাস ও তাঁর টিম খুব ভালো কাজ করেছে ৷ কাশ্মীর ভারতেরই অংশ ৷ তা আরও একবার সকলকে মনে করিয়ে দিয়েছে এই সিনেমা ৷ দারুণ কাজ ৷ জয় হিন্দ ৷” কারোর মতে, “গ্রাউন্ড জিরো সকলের দেখা উচিত ৷ ইট’স অল অ্যাবাউট রিয়েলিটি ৷” সিনেমা দেখে কারোর অভিমত, “সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের আর এক প্রতিচ্ছবি গ্রাউন্ড জিরো ৷ ইমরান হাশমির জওয়ানের চরিত্রে অসাধারণ ৷ স্টোরিলাইন অসাধারণ ৷ ছবি দেখতে দেখতে রক্ত গরম হয়ে যাবে ৷”

সিনেমার প্রেক্ষাপট

ইমরান হাশমিকে দেখা গিয়েছে বিএসএফ জওয়ানের চরিত্রে গ্রাউন্ড জিরো ছবিতে ৷ সিরিয়াল কিসার খেতাব মুছে অন্য ইমরানকে দর্শকরা আবিষ্কার করতে পারবেন এই সিনেমায় ৷ নরেন্দ্র নাথ দুবের জীবনী অবলম্বনে তৈরি ছবির প্রেক্ষাপট ৷ 2011 সালে ভারতে সংসদ ভবন হামলার ঘটনায় যে মাস্টারমাইন্ড ছিল, সেই গাজি বাবাকে কীভাবে খতম করেছিল জওয়ানরা তাই জানা যাবে এই ছবিতে ৷ গাজি বাবা জইশ-ই-মহম্মদ জঙ্গি গোষ্ঠীর অন্যতম মাথা ৷ সেই মাথাকেই কেটে ফেলেন বিএসএফ জওয়ান নরেন্দ্র নাথ দুবে যে চরিত্রে কামাল দেখিয়েছেন ইমরান হাশমি ৷

আরও পড়ুন:- সম্পূর্ণ বন্ধ বাণিজ্য! কত কোটির ক্ষতির মুখে প্রতিবেশী দেশ পাকিস্তান ? জেনে নিন

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন