Bangla News Dunia, Pallab : পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আসলো দারুণ এক সুখবর। সপ্তম বেতন কমিশনের (7th Pay Commission) জল্পনার মধ্যেই এবার রাজ্য সরকার ঘোষণা করলো বেতন বৃদ্ধির। এবার চুক্তিভিত্তিক কিছু কর্মীদের বেতন বাড়ানো হলো, যা কার্যকর হবে জানুয়ারি থেকে। আর এই সিদ্ধান্তের ফলে কর্মীদের অ্যাকাউন্টে মার্চ মাসের বেতনের সঙ্গেই বকেয়া তিন মাসের এরিয়ার পৌঁছে যাবে।
আরও পড়ুন : প্রচন্ড গরমে রোদ লেগে মাথা যন্ত্রণা ? দ্রুত মুক্তি দেবে হোমিওপ্যাথি ওষুধ
ডিএ নিয়ে দীর্ঘ জল্পনার পর বেতন বৃদ্ধি
গত কয়েক মাস ধরে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের মধ্যে নানারকম জল্পনা চলছিল। যদিও মাননীয়া মুখ্যমন্ত্রী সম্প্রীতি ৪% ডিএ বৃদ্ধি করেছে। তবে কর্মীদের মধ্যে এখনো অসন্তুষ্টি ছিল। এই পরিস্থিতিতে সপ্তম পে কমিশনের ঘোষণার সম্ভাবনা নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে।
সাধারণত মূল্যবৃদ্ধির কারণে এই প্রতি ১০ বছর অন্তর নতুন বেতন কমিশন গঠিত হয়। আর সেই হিসেবে ২০২৬ সালে সপ্তম বেতন কমিশন গঠিত হওয়ার কথা। তবে এই নিয়ে এখনো সরকারিভাবে কোন রকম ঘোষণা করা হয়নি।
বেতন বাড়ানোর ফলে সরকারি কর্মীরা খুশি
জানিয়ে রাখি, এই বেতন বৃদ্ধি হয়েছে চুক্তিভিত্তিক বাস চালকদের। সপ্তম বেতন কমিশনের অপেক্ষায় থাকলেও রাজ্য সরকারের সাম্প্রতিক ঘোষণা চুক্তিভিত্তিক পরিবহন কর্মীদের জন্য দারুণ সুখবর নিয়ে এসেছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বাস চালকদের বেতন ১৩,৫০০/- টাকা থেকে বাড়িয়ে ১৬,০০০/- টাকা করা হয়েছে।
এই বেতন বৃদ্ধির সিদ্ধান্ত গত জানুয়ারি মাস থেকে কার্যকর হবে। এপ্রিল মাসের বেতনের সঙ্গে বিগত তিন মাসের এরিয়ারও দিয়ে দেওয়া হবে। এর ফলে অনেক সরকারি কর্মীর আর্থিক চাপ কিছুটা কমবে।
সপ্তম পে কমিশন নিয়ে কী বলছে সরকার?
যদিও এখনো রাজ্য সরকারের পক্ষ থেকে সপ্তম বেতন কমিশন গঠন নিয়ে কোনরকম আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে কর্মচারীদের একাংশ মনে করছে যে, ২০২৬ সালের মধ্যেই সপ্তম বেতন কমিশন ঘোষণা করা হতে পারে। বর্তমানে দেশের অন্যান্য রাজ্যে সপ্তম বেতন কমিশন কার্যকর হলেও পশ্চিমবঙ্গে এই নিয়ে জল্পনা থেকে যাচ্ছে।
আরও পড়ুন : ৮ ঘণ্টার জায়গায় ৬ ঘণ্টা ! রাজ্যের এই কর্মীদের ডিউটির সময় কমিয়ে আনলো নবান্ন