Bangla News Dunia, বাপ্পাদিত্য:- বসন্তের মাঝে কয়েক ডিগ্রি পারদ বাড়িয়ে বেড়েছে গরম। এরই মধ্যে সপ্তাহজুড়ে বৃষ্টির পূর্বাভাস রয়েছে ৩ জেলায়। শনিবার থেকে বদলাচ্ছে আবহাওয়া। কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে চড়বে পারদ। দক্ষিণবঙ্গের সব জেলায় এক ধাক্কায় সর্বোচ্চ তাপমাত্রা বাড়বে। কলকাতা সহ জেলাগুলিতে ৩৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাবে তাপমাত্রা। দোলের আগেই একটু একটু করে তাপমাত্রা বৃদ্ধি পাবে বলে জানিয়েছে হাওয়া অফিস।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা ৩৮ ডিগ্রি পেরিয়ে যেতে পারে। দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই। মূলত শুষ্ক আবহাওয়া থাকবে। সেইসঙ্গে রাতে ও ভোরের বেলা হালকা ঠান্ডা আবহাওয়া থাকবে। দোলের পর তাপমাত্রা আরও বাড়বে। তবে আগামী কয়েকদিন আকাশ পরিষ্কার থাকতে চলেছে।
উত্তরবঙ্গের আবহাওয়া
এদিকে পাহাড়ে তিনদিন বজ্র-বিদ্যুৎ- সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার নতুন পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করায় উত্তরবঙ্গে ঝড়বৃষ্টির সম্ভাবনা বাড়বে। পাঁচটি জেলাতে বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। পশ্চিমী ঝঞ্ঝা ও অসমের ওপর ঘূর্ণাবর্তের জেরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ দার্জিলিং ও কালিম্পংয়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর ১৩ থেকে ১৫ মার্চ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ও কোচবিহারে বৃষ্টি হতে পারে।
আগামী পাঁচদিনে রাজ্যের জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস ধীরে ধীরে বৃদ্ধি পাবে।
আরও পড়ুন:- দোলপূর্ণিমা ঠিক কখন পড়ছে? জেনে নিন পুজোয় শুভ সময় ও তিথি
আরও পড়ুন:- ১২০টি দেশে ভিসা-হীন এন্ট্রি! কর দিতেও হবে না, কিভাবে মাস্টারস্ট্রোক দিলেন ললিত মোদী ? জেনে নিন